গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রমে সাড়ম্বরে বিশ্ব মা দিবস পালন
নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও মে মাসের দ্বিতীয় রবিবার মহা সমারোহে আন্তর্জাতিক ‘মা-দিবস’ উদযাপন করে গাইঘাটার রামকৃষ্ণ সেবাশ্রম কর্তৃপক্ষ। গত ১২ মে সকালে আশ্রমের আবাসিক শিক্ষার্থী ও উপস্থিত মায়েরা বাজনা সহ মিছিল করে গাইঘাটা বাজার সংলগ্ন যমুনা নদী থেকে ঘট ভরে জল নিয়ে আসেন।
মধ্যাহ্নে আশ্রমের সুসজ্জিত অঙ্গনে শুরু হয় মাতৃ পূজার অনুষ্ঠান। আশ্রমের পড়ুয়াদের জন্মদাত্রী মাতৃদেবী’গণ ছাড়াও আশ্রম পরিচালিত গাইঘাটা বিবেকানন্দ স্মৃতি মনিমেলার সদস্য শিক্ষার্থী’গণের মায়েরাও আয়োজিত মাতৃপূজন অনুষ্ঠানে যোগ দেন। সন্তান’গণ নিজ নিজ মায়েদের পদতলে বসে মাতৃ পূজায় অংশ নেয়।
আশ্রমের প্রাণপুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের ভক্ত শিক্ষক শঙ্করনাথ সকলকে স্বাগত জানান এবং মাতৃপূজন শেষে সকল মায়েদের হাতে নতুন শাড়ি কাপড় তুলে দিয়ে শুভেচ্ছা জানান। নানা অনুষ্ঠান ও বহু মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এবং অংশগ্রহণে আশ্রম আয়োজিত এদিনের মা দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।