গাইঘাটার ঢাকুরিয়ায় কৃষক সভার সম্মেলনে কৃষি সরঞ্জাম প্রদান

নীরেশ ভৌমিক : গত ৬ জুলাই চাঁদপাড়ার ঢাকুরিয়া সমাজ মিলন কেন্দ্রের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সিপিআইএম সংগঠন সারা ভারত কৃষক সভার ঢাকুরিয়া গ্রাম কমিটির অষ্টাদশ বার্ষিক সম্মেলনের সূচনা হয়।

সম্মেলন অঙ্গনে রাখাল মজুমদার স্মৃতি মঞ্চে দল ও সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিট সভাপতি বিজয় বাছাড়, দলের প্রবীণ নেতা কপিল ঘোষ, সিটু নেতৃত্ব কৃষ্ণ চৌধুরী, যুব সংগঠন ডি ওয়াই এফ আই এর ব্লক নেতৃত্ব ময়ূখ মন্ডল, শিক্ষক নেতা ভুলু সরদার প্রমূখ।

সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন কৃষক সভার ইউনিট সম্পাদক তপন দে। বক্তব্য রাখেন মহিলা নেত্রী রাখী ঘোষ, বিপাশা রায়, পিকু সাহা, দিবাকর ঘোষ, ময়ূখ মন্ডল, ছিলেন প্রবীণ নেতৃত্ব দিলীপ রায়, শ্যামল চক্রবর্তী, স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য রতন রায়, শান্তনু রায় প্রমূখ।

সম্পাদকীয় প্রতিবেদনকে সমর্থন জানিয়ে বক্তব্য রাখেন বিপ্লব সেনগুপ্ত। সম্মেলনে বাস্তব ঘটনার উপর সদস্য সায়নী সেনগুপ্ত পরিবেশিত ‘মর্মস্পর্শী’ নাটকটি সমবেত সকলের হৃদয় স্পর্শ করে। উদ্যোক্তারা এদিন উপস্থিত কৃষিজীবী মানুষজনের হাতে কিছু কৃষি সরঞ্জাম তুলে দিয়ে শুভেচ্ছা জানান।

প্রবীণ নেতা কপিল ঘোষ সমবেত সকলকে আগামী ৯ জুলাই আহুত দেশব্যাপী সাধারণ ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানান। পরিশেষে পুনরায় বিজয় বাছাড়কে সভাপতি, তপন দে’কে সম্পাদক এবং মান্না দে’কে কোষাধ্যক্ষ করে ১৩ জনের ঢাকুরিয়া ইউনিট কমিটি গঠিত হয়।








