গাইঘাটার পূর্ব বারাসাত স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : গত ৮- ১০ জানুয়ারি মহাসমারোহে অনুষ্ঠিত হয় গাইঘাটা পূর্ব চক্রের পূর্ব বারাসাত এফপি স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৯ জানুয়ারি বিদ্যালয় অঙ্গনে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় শিশু শিক্ষার্থীগণ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
তিন দিনব্যাপী অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা কবিতা আবৃত্তি, হস্তাক্ষর, অংকন, কুইজ ইত্যাদি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শেষ দিনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয় পড়ুয়াগন ছাড়াও আমন্ত্রিত বিভিন্ন সংগঠন অংশ নেয়।
দিন মধ্যাহ্নে কথা বলা (টকিং ডল) পুতুল ও পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের চাঁদপাড়া শাখার কুসংস্কার বিরোধী অনুষ্ঠান এবং অপরাহ্নে বিশিষ্ট নাট্যাভিনেতা সুভাষ চক্রবর্তীর জাদু প্রদর্শনী সমবেত ছোট-বড় সকলের মনোরঞ্জন করে।
এছাড়াও ছিল সংগীত ও নৃত্যের অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠান উপলক্ষে আগত আমন্ত্রিত বিশিষ্টজন, অভিভাবক, সাংবাদিক সকলকে স্বাগত জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ বিশ্বাস।
সহ-শিক্ষক আশিস মন্ডল ও সুব্রত রায় জানান, ১৯৫৪ সালের প্রতিষ্ঠিত স্কুলটি ইতিমধ্যেই শিশু মৃত্যু ও নির্মল বিদ্যালয় পুরস্কার লাভ করেছে। এদিনের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সহ এলাকাবাসীর মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।