গাইঘাটার মধুসূদন কাটি সমবায়ের সাড়ম্বরে সমবায় সপ্তাহ উদযাপন
নীরেশ ভৌমিক : ৭১ তম নিখিল ভারত সমবায় সপ্তাহে (১৪-২০ নভেম্বর) বিগত বৎসরগুলির মত এবারও সমবায় সপ্তাহ উদযাপন করে জেলা তথা রাজ্যের মধ্যে উল্লেখযোগ্য গাইঘাটা ব্লকের মধুসূদনকাটি সমবায় কৃষি উন্নয়ন সমিতি কর্তৃপক্ষ। গত ১৮ নভেম্বর অপরাহ্নে সমিতির সভাগৃহে আয়োজিত আলোচনা সভায় পৌরহিত্য করেন সমিতির সভাপতি কালিপদ সরকার ছিলেন সম্পাদক দেবাশিস বিশ্বাস,
ইফকোর আরজিবি সদস্য অমল কুমার বিশ্বাস, জেলা সমবায়ের কো-অর্ডিনেটর অজিত মণ্ডল, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সদস্যা টুকু চক্রবর্তী, সমিতির সহ-সভাপতি সুজিত মন্ডল ও পরিচালক সমিতির অন্যতম সদস্য মিলন কান্তি সাহা, ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সমবায় ব্যাংকের চাঁদপাড়া শাখার প্রবন্ধক শৈবাল সমাদ্দার সহ কর্মীগণ।
সমিতির অন্যতম ডিরেক্টর টুম্পা দাস সকল অভ্যাগতদের পুষ্পস্তবকে বরণ করে নেন। সমিতির সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক কালীপদ সরকার সমিতির সপ্তরঙ্গা (রামধনু) পতাকা উত্তোলন করে আয়োজিত আলোচনা সভার সূচনা করেন। শ্রী সরকার তার স্বাগত ভাষণে সমবেত সকলকে সমবায়ি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ‘বিকশিত ভারত’ নির্মাণে সমবায়ের ভূমিকা এবং সমবায় মন্ত্রণালয়ের নতুন উদ্যোগে সমবায় আন্দোলনের ‘স্বশক্তিকরন’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে ১৯০৪ সালে এদেশে সমবায়ের প্রতিষ্ঠার ইতিবৃত্ত তুলে ধরেন।
সেই সঙ্গে বলেন, সমিতির সদস্যদের সার্বিক কল্যাণ সাধনে প্রয়োজন সমন্বয় সাধন। জেলা কো- অর্ডিনেটর অজিতবাবু বলেন, সমবায় আন্দোলনকে সার্থক করে তুলতে সমিতির সদস্যগণকেই অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। অঞ্চলের পূর্ব বারাসাত সমবায় সমিতির অন্যতম প্রাণপুরুষ অমল বিশ্বাস তার দীর্ঘ ভাষনে ১৮৪০ সালে ইংল্যান্ডে পৃথিবীর প্রথম সমবায় সমিতি গড়ে ওঠার কথা জানান এবং সেই সঙ্গে বিশেষ করে কৃষি ও কৃষকের কল্যাণে সমবায় সমিতির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতিটি সমবায় সমিতির মধ্যে নিবিড় সংযোগ ও সমন্বয় সাধনের গুরুত্ব ব্যক্ত করেন। সেই সঙ্গে শ্রী বিশ্বাস জানান, তাদের সমিতির প্রায় দুই হাজার সদস্যের অধিকাংশই নির্ধারিত সময়ের মধ্যে তাদের বকেয়া ঋণ পরিশোধ করেছেন। সময়ে পরিশোধকারী সদস্যগণকে ডিভিডেন্ট ও উপহারে সম্মান জানানো হবে।
এদিন মঞ্চ থেকে উপস্থিত বিশিষ্টজনদের হাত দিয়ে সমিতির সদস্য চারজন কৃষকের হাতে পুরস্কার স্বরূপ অর্থ তুলে দিয়ে এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। রাজ্য সমবায় ব্যাংকের চাঁদপাড়া শাখার নবাগত প্রবন্ধক শৈবালবাবু তার বক্তব্যে সমবায়ের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন এবং সেই সঙ্গে সমিতির সদস্যদের ঋণ প্রদান সহ যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন।
সমবায় সপ্তাহ উপলক্ষে আয়োজিত এদিনের আলোচনা সভায় উপস্থিত সদস্যগনের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়। সভা শেষে সভায় উপস্থিত সদস্যগণকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়।