গাইঘাটার মধুসূদন কাটিতে ইফকোর ক্ষেত্রদিবস উদ্যাপন
নীরেশ ভৌমিক : গাইঘাটা ব্লকের সুটিয়া গ্রাম পঞ্চায়েতের মধুসূদন কাটিতে গত ১৫ নভেম্বর ক্ষেত্রদিবস (Field day) পালন করে ভারত বর্ষের প্রাচীরতম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার (IFFCO)। উক্ত কোম্পামীর উত্তর ২৪ পরগনা জেলার দায়িত্বপ্রাপ্ত ফিল্ড ম্যানেজার মিঃ রীতেশ ঝা’র নেতৃত্বে স্থানীয় কৃষকগন জমিতে যান। ধান চাষিদের প্রায় পেকে ওঠা ধান পরিদর্শন করেন ইফাকোর প্রতিনিধি মিঃ ঝা সহ এলাকার কৃষকগন। যে জমিতে ইফকোর সুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএ ডিএপি (তরল) এবং সাগরিকা ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহার করে ধান চাষ করেছেন, সেই সমস্ত জমির সোনালী ফসল এবং যে জমির কৃষকগন ইফাফোর সার ব্যবহার করেন নি, সেই জমির ধান সরজমিনে পরিদর্শন করেন।
ইফাকোর প্রতিনিধি সহ কৃষকগন ফিল্ড-ডে’তে অংশ নিয়ে লক্ষ্য করেন সে ইফাকোর ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি তরল সার ব্যবহার করা জমির ফসল অন্য কোঃ সার ও কীটনাশক ব্যবহার কারীদের হিসাবে তুলনামূলক ভাবে অনেক হয়েছে। কৃষকগন ধানের ফলন ও গুণমান নিয়ে ইফাকোর ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি (তরল) এবং সাগরিকা ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহার সারের গুনাগুন প্রত্যক্ষ করেন এবং ইফকোর ন্যানো সার ব্যবহারের কার্যকারি ক্ষমতা উপলব্ধি করেন। সরেজমিনে ক্ষেত্র পরিদর্শন শেষে ইফকোর প্রতিনিধির আহ্বানে কৃষকগন এক সভায় মিলিত হন এবং ইফাকোর সার ও কীটনাশক ব্যবহার ও সুফল পাওয়ার ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন।
উক্ত সভায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুসূদন কাটি সমিতির চেয়ার ম্যান ও বর্ষিয়ান সমাজসেবী কালিপদ সরকার, সম্পাদক তথা ইফাকোর অন্যতম আর জিবি সদস্য দেবাশিষ বিশ্বাস সহ ৮০ জন স্থানীয কৃষিজীবী মানুষ। সভায় সমবেত কৃষকগন ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি (তরল), সাগরিকা ইত্যাদি সার ও কীটনাশক ব্যবহার সারের গুনাগুন সম্পর্কে ক্ষেত্র-দিবসে মাঠ পরিদর্শন করে সরেজমিনে প্রত্যক্ষ করেন এবং ইফকোর ন্যানো সার ব্যবহারের উপর দৃঢ় ভাবে আস্তা প্রকাশ করেন।