গাইঘাটার মধুসূদনকাটি সমবায় মঞ্চে শিশু দিবস পালন শিক্ষিকার
নীরেশ ভৌমিক : ১৪ নভেম্বর স্বাধীন ভারত বর্ষের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন (জাতীয় শিশু দিবস) যথাযোগ্য মর্যাদা সহকারে পালিত হয় গাইঘাটার মধুসসূদনকাটিতে। অবসরপ্রাপ্ত শিক্ষিকা রেবারানী সরকারের উদ্যোগে এবং জেলা তথা রাজ্যের সেরা মধুসূদনকাটি সমবায় সমিতির সহযোগিতায় আয়োজিত শিশু দিবসের অনুষ্ঠানে
উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস, অবসরপ্রাপ্ত শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবি কালিপদ সরকার, সমিতির সম্পাদক দেবাশিস বিশ্বাস সহ সমবায় সমিতির অন্যান্য সদস্য’গণ। মধুসূদনকাটি সমবায় সমিতির নবনির্মিত সাংস্কৃতিক মঞ্চে পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করা হয়।
দিনটি তাৎপর্য এবং সেই সঙ্গে পন্ডিত নেহেরুর জীবন ও কর্মের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন সাহিত্যিক ঋতুপর্ণ বিশ্বাস ও শিক্ষিকা রেবা দেবী, সংস্কৃতি প্রেমী বাসুদেব মুখোপাধ্যায় শিক্ষক দীপক দাঁ, কল্পনা পাল প্রমুখ বিশিষ্টজন। সুসজ্জিত মঞ্চে গ্রামের কচি-কাঁচা শিশুরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ নেয়। শিশুশিল্পী’গণ পরিবেশিত সংগীত আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান সমবেত সকল শ্রোতা ও দর্শকমন্ডলীকে মুগ্ধ করে।
শতাধিক শিশুর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও কলকা কলিতে এদিনের আয়োজিত শিশু দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে। পরিশেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখে আপ্যায়িত করা হয়। সমবেত শিশুদের অভিভাবক’গণ সহ উপস্থিত সকলে শিক্ষিকা রেবাদেবীর এই মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।