গাইঘাটার শিমুলিয়া পাড়া আদর্শ সমবায়ের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

নীরেশ ভৌমিক : গত ২০ সেপ্টেম্বর মধ্যাহ্নে সমিতির সপ্তরঙা পতাকা উত্তোলনের মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় গাইঘাটার শিমুলিয়া পাড়া আদর্শ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা ২০২৫ (AGM)।

সমিতির সভাপতি অনল সরকারের পৌরহিত্যে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পরিচালন সমিতির সম্পাদক সুবীর মজুমদার, ভূতপূর্ব সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য অরিন্দম রায়, কমিটির অন্যতম সদস্য শিক্ষক সুশান্ত বিশ্বাস প্রমূখ।

শুরুতে বিগত বার্ষিক সাধারণ ও বিশেষ সভার কার্য বিবরণী পাঠ করেন সমিতির ম্যানেজার ডলি মন্ডল। কমিটির অন্যতম সদস্য অরিন্দম রায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, নানারকম প্রতিকূলতা সত্ত্বেও কৃষক সহ সমিতির সকল সদস্যদের কল্যাণে সমিতি কাজ করে চলেছে। সার এর দাম বাড়ছে।

প্রাকৃতিক দুর্যোগে কৃষিজীবি মানুষজন মার খাচ্ছেন। সমিতি সব সময় কৃষকের পাশে থাকবে বলে অরিন্দম বাবু সকলকে আশ্বস্ত করেন।শ্রী রায় তাঁর দীর্ঘ বক্তব্যে আরোও জানান, সম্প্রতি সমিতির অডিট রিপোর্ট হাতে এসেছে। অডিটে সমিতির সেভিংসে ৩ কোটি ১০ লক্ষ টাকা রয়েছে বলে জানা গেছে। তিনি আরোও জানান, সমিতির ব্যাংকিং বিভাগ সাফল্যের সাথে এগিয়ে চলেছে।

তিনি সকলকে প্রয়োজনে সমিতি থেকে ঋণ নেওয়ার আহ্বান জানান। কৃষি ঋণ গ্রহীতাদের স্বার্থে সমিতির পক্ষ থেকে গ্রুপ ইন্সুরেন্স করা হয়েছে বলে অরিন্দম বাবু আরো জানান সেই সঙ্গে জানান সেল্ফ হেল্প গ্রুপের সদস্য মহিলাদের ‘উৎকর্ষ বাংলা’ প্রকল্পে প্রশিক্ষণ নিয়ে পোশাক তৈরির কাজ শুরু হয়েছে।

খুব শীঘ্রই সমিতির উদ্যোগে স্টল দিয়ে মহিলাদের তৈরি সামগ্রী বিক্রয়ের ব্যবস্থা করা হবে বলে অরিন্দম বাবু জানান।সম্পাদকীয় প্রতিবেদন এর উপর আলোচনায় অংশ নেন অধীর বিশ্বাস, পরিতোষ রায়, ধীরেন্দ্রনাথ বিপ্র প্রমুখ সদস্যগণ।

সম্পাদক সুবীর বাবু আগামী অর্থ বর্ষে ঋণ গ্রহণের উর্ধ্ব সীমার বিষয়ে একটি প্রস্তাব পেশ করেন। বার্ষিক আয় ব্যয়ের হিসাব পেশ করেন কমিটির সদস্য সুশান্ত বিশ্বাস। সভায় সমিতির সময়ে ঋণ পরিশোধ কারী সদস্যগণকে উপহার প্রদান করা হয়।

অরিন্দম বাবুর জবাবি ভাষণের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে। সভাপতি অনল বাবুর সুচারু পরিচালনায় সমিতির বার্ষিক সভা সার্থকতা লাভ করে। এদিন মধ্যাহ্নের প্রবল বর্ষণকে উপেক্ষা করে যথেষ্ট সংখ্যক সদস্য বার্ষিক সভায় অংশগ্রহণ করেন।











