গাইঘাটার সেকাটি প্রাথমিকে সাড়ম্বরে শিশু দিবস উদযাপন
নীরেশ ভৌমিক : স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জহরলাল নেহেরুর জন্মদিন (জাতীয় শিশু দিবস) মর্যাদা সহকারী উদযাপন করে গাইঘাটা পূর্বচক্রের সেকাটি এফপি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিগত বছরগুলির মত এবারও ১৪ নভেম্বর শিশু দিবস উপলক্ষে এক আকর্ষণীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে সেকাটি স্কুল কর্তৃপক্ষ।
এদিন সকালে বিদ্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন ও পন্ডিত নেহেরুর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণের মধ্য দিয়ে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধন করেন গাইঘাটার অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ।
উপস্থিত ছিলেন, সহকারি বিদ্যালয় পরিদর্শক ও স্থানীয় ডুমা গ্রাম পঞ্চায়েত প্রধান ছন্দা সরকার, শিক্ষানুরাগী যাদব মন্ডল প্রমূখ বিশিষ্টজন। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইলা রানী মন্ডল ও সহশিক্ষক-শিক্ষিকা’গণ উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।
বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ঈশান লোধের নিজের হাতে তৈরি খেলোয়াড় সহ খেলার মাঠের মডেলটি (চিলড্রেন্স কাপ) উপস্থিত বিদ্যালয় পরিদর্শক সহ সকলের প্রশংসা লাভ করে।
টুর্নামেন্টে অংশগ্রহণকারীর প্রতিটি বিদ্যালয়ের খেলোয়াড়’গণ তীব্র প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হয়। অপরাহ্ণে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বের খেলায় দীঘা সুকান্তপল্লী এফ পি স্কুলকে পরাস্ত করে সেরার শিরোপা অর্জন করে সেকাটি এফপি স্কুল টিম।
বিদ্যালয়ের শিক্ষক গোলক ভট্টাচার্য জানান, টুর্নামেন্টের বিজয়ী ও বিজিত দলকে উইনার্স ও রানার্স ট্রপি ছাড়াও অংশগ্রহণকারী প্রতিটি দলকে ট্রপি ও প্রতিটি ম্যাচের সেরা খেলোয়াড়কে স্মারক সম্মান প্রদান করা হয়।
শিক্ষক চন্দন গায়েন জানান, খেলায় একটিও গোল না খেয়ে তাদের স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
মাঠ ভর্তি দর্শক সাধারণ এদিনের ফুটবল খেলা বেশ উপভোগ করেন। এদিনের টুর্নামেন্টকে ঘিরে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।