রবীন্দ্র নাট্য সংস্থার সাংবাদিক সম্মেলন হল গোবরডাঙ্গায়

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে যৌথ ভাবে ইউ সাহা ও নীরেশ ভৌমিকের রিপোর্ট : নাটকের শহর উত্তর ২৪ পরগনা জেলার গোবরডাঙ্গা। এখানকার কতিপয় নাট্যমোদী ব্যাক্তিত্ব তাঁদের নিজ গুনের মহিমায় জায়গা করে নিয়েছেন মানুষের মনের মনিকোঠায়। এঁদের মধ্যে অন্যতম নাট্যদল গোবরডাঙ্গার ‘রবীন্দ্র নাট্য সংস্থা’। আগামী ১৬, ১৭, ১৮, ও ১৯ শে ফেব্রুয়ারি এই নাট্য সংস্থার উদ্যোগে মহা-সমারোহে অনুষ্ঠিত হতে চলেছে ১৬ তম “জাতীয় রঙ্গ মহোৎসব”।

এ উপলক্ষ্যে বিগত দিনের মত আজও সংস্থার সভা কক্ষে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান, সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য। এই সম্মেলনে এই প্রথম সংস্থার পক্ষ থেকে আমন্ত্রন এসেছিল বাংলাদেশ সীমান্ত থেকে ঢিল ছোঁড়া দুরত্বে অবস্থিত বহুল প্রচারিত জনপ্রিয় ‘পারফেক্ট টাইম নিউজ পোর্টাল’-এর কর্ণধার সাংবাদিক উত্তম সাহার কাছেও।

এছাড়াও সম্মেলনটি সমৃদ্ধ হয় প্রবীন সাংবাদিক নারায়ন মন্ডল, নীরেশ ভৌমিক, রাসমোহন দত্ত সহ বিভিন্ন পত্র-পত্রিকা, ডিজিটাল মিডিয়ায়, ইলেক্ট্রনিক্টনিক্স মিডিয়ায় উত্তর ২৪ পরগনা জেলাতে কর্মরত অসংখ্য নবীন প্রবীন বরেন্য সাংবাদিকদের স্বতঃস্ফুর্ত উপস্থিতিতে। সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্যের নির্দশনায় সংস্থার সদস্যদের আন্তরিক সহযোগিতায় সংস্থার সভাপতি প্রদীপ ভট্টচার্য্য যথাযোগ্য মর্য্যাদায় আমন্ত্রিত সকল সাংবাদিকদেরকে ব্যাচ, ফাইল, পেন এবং স্মারক উপহারে বরণ করে নেয়।

উক্ত সাংবাদিক সম্মেলনে বক্তব্য দান কালে সংস্থার কর্ণধার বিশ্বনাথ ভট্টাচার্য বলেন, উক্ত ৪ দিনের নাট্যোৎসবে সামাজিক ও পরিবেশ সচেতনতার প্রেক্ষাপটকে গুরুত্ব দিয়েই গোবরডাঙ্গার জনপ্রিয় ‘রবীন্দ্র নাট্য সংস্থার উদ্যোগে মঞ্চস্থ হবে মোট ১২ টি নাটক। তিনি আরও জানান, এবরে উক্ত নাট্যোৎসবের শুভ সূচনা করবেন, আসামের ‘অভিনব থিয়েটারের’ পরিচালক দয়াল কৃষ্ণ নাথ।

নাট্যোৎসবের দিন গুলোতে উপস্থিত থাকবেন রাজ্য সংগীত ও নাটক বিভাগের সচিব হৈমন্তী চট্টোপাধ্যায়, গোবরডাঙার পৌর প্রধান শংকর দত্ত, থানার ওসি অসীম পাল প্রমুখ। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে আয়োজিত নাট্যোৎসবে দর্শকদের প্রবেশ অবাধ থাকবে। রবীন্দ্র নাট্য সংস্থার এই ১৬ তম জাতীয় রঙ্গ মহোৎসবকে ঘিরে এলেকার নাট্যামোদীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে।









