জেলার খবর

গোবরডাঙা নাবিক নাট্যমের বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ৫ই জুন ২০২৩ বিশ্ব পরিবেশ দিবসকে মাথায় রেখে গোবরডাঙ্গা নাবিক নাট্যম বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছে , তার মধ্যে উল্লেখযোগ্য হলো বৃক্ষরোপণ।

৬ জুন ২০২৩ দলের বলিষ্ঠ অভিনেতা অবিন দত্তের নেতৃত্বে দলের ১৫ জন সদস্য মিলে এলাকার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপন করেন । দলের প্রতিষ্ঠাতা সোমনাথ রাহা এবং প্রদীপ কুমার সাহা পরিবেশকে সুস্থ রাখতে সতর্কমূলক বক্তব্য রাখেন।

এই দিনে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট জনেরা। নাট্যনির্দেশক জীবন অধিকারী জানান, প্রত্যেকের কাছে প্রতিদিন হোক বিশ্ব পরিবেশ দিবস, বিশ্বকে উষ্ণায়নের হাত থেকে বাঁচাতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

প্রকৃতির ভারসাম্য বজায় রেখে মানুষ যাতে এই পৃথিবীর বুকে অন্যান্য সমস্ত জীবের সাথে একাত্ম হয়ে এক সুন্দর পরিবেশে বেঁচে থাকে , সেটাই আমাদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। দলের ক্ষুদে শিল্পীরা ভীষণ আনন্দের সাথেই কর্মসূচিতে যোগ দিয়েছিলেন।

এছাড়াও উপস্থিত ছিলেন রাখি বিশ্বাস, সুব্রত কর্মকার, শ্রাবণী সাহা, সুপর্ণা সাধুখা , অশোক বিশ্বাস, দেবাশীষ ঘোষ, সৌরজ্যোতি অধিকারী প্রমুখ। দলের সম্পাদক অনিল কুমার মুখার্জি সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *