গোবরডাঙা মৃদঙ্গম এর বিজয়া উৎসব ২০২৪
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : প্রত্যেক বছরের মতো এবছরেও গোবরডাঙ্গা মৃদঙ্গম বাঙালির সেরা পূজা দুর্গা পূজার শেষে বিজয়ার সুভেচ্ছাকে মাথায় রেখে গত ১৮ অক্টোবর ২০২৪ তাঁদের নিজস্ব মহলা কক্ষে বিজয়া উৎসব ২০২৪ এর আয়োজন করেছিল, এ বছর এই উৎসব ৭ম বর্ষে পদার্পণ করে।
প্রত্যেক বছর দুর্গা প্রতিমার বিসর্জনের মাধ্যমে আমরা যে আমদের মনের রাগ, ক্ষোভ, হিংসা, ক্রোধ, কাম ইত্যাদি অসুর কে বিসর্জন দিয়ে নতুন মন নিয়ে একে অপরের সাথে কোলাকুলি করে থাকি সেই ভাবনাকে মাথায় রেখেই গোবরডাঙা মৃদঙ্গম এর এই উৎসব এর আয়োজন।
এই দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক নীরেশ ভৌমিক ও পাঁচু গোপাল হাজরা মহাশয়, নাট্য ব্যাক্তিত্ব শ্রী দয়াল কৃষ্ণ নাথ মহাশয় ও মৃদঙ্গম-এর প্রতিষ্টা সদ্যসা শ্রীমতী সাধনা কর মহাশয়া এছারাও উপস্থিত ছিলেন কিছু স্থানীয় নাট্য বন্ধু ও মৃদঙ্গম আয়োজিত বিদ্যালয়ভিত্তিক নাট্য কর্মশালার ছাত্র-ছাত্রীরা ।
মৃদঙ্গমের নৃত্য বিভাগের ছোট্ট নৃত্য শিল্পীদের নৃত্যের মধ্যে দিয়ে অনুষ্টানের শুভ সূচনা হয়। গোবরডাঙা পরম্পরা-র গান অনুষ্ঠানের মাত্রা অনেক উঁচুতে পৌঁছে দেয়। ঠাকুরনগর অনুরঞ্জন গান পরিবেশন করে।
এছাড়া গোবরডাঙ্গা মৃদঙ্গম এর সদস্যরা নৃত্য, আবৃত্তি, সঙ্গীত, গল্পপাঠ, উপস্থাপন করেন। সব মিলিয়ে এই দিনটি ছিল খুব জমজমাট।
সর্ব শেষে সংস্থার কর্ণধার শ্রী বরুণ কর মহাশয় সকলকে বিজয়ার শুভেচ্ছা জানিয়ে ও মিষ্টি মুখের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন এবং আগামী বছরেরও তাঁদের কর্মকাণ্ডের এই ধারাবাহিকতা বজায় রাখবেন সেই অঙ্গিকারও করেন।