গোবরডাঙা শিল্পায়নে কাঁচরাপাড়া ফিণিক এর নাট্যানুষ্ঠান
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গত ২৫ জুন গোবরডাঙার শিল্পায়নেটার আয়োজিত এবং কাঁচরাপাড়ার অন্যতম নাট্যদল ফিনিক প্রযোজিত নাটক ‘স্বপ্ন পুরন’। এদিন শুরুতেই সার্কেল থিয়েটারের অন্যতম নাট্য ব্যক্তিত্ব সদ্য প্রয়াত সুমিত বিশ্বাস এর স্মৃতি চারণায় অংশ নেন,
পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অন্যতম সদস্য আশিস চট্টোপাধ্যায়, প্রবীন নাট্যব্যক্তিত্ব শ্যামল দত্ত ও দিল্লী সার্কেল থিয়েটারের অন্যতম সদস্য বরুণ কর। সকলেই বিশিষ্ট নাট্যকার সুমিত বিশ্বাসের নাট্য আন্দোলনে অবদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন।
কাঁচরাপাড়া ফিনিক এর সহযোগিতায় নিউ দিল্লীর সার্কেল থিয়েটার আয়োজিত এদিনের নাট্যানুষ্ঠানে ফিনিক এর নাটক ছাড়াও মঞ্চস্থ হয় গোবরডাঙ্গা রূপান্তর প্রযোজিত নতুন নাটক কবিগুরুর কাব্যনাটক বিশর্জন অবলম্বনে ‘আত্মাহুতি’।
শুরুতে ফিনিক এর বাস্তবধর্মী নাটক স্বপ্ন পূরনের কাহিনী, আলো, আবহ, এবং কুশীলবদের প্রানবন্ত অভিনয় হলভর্তি দর্শক সাধারণের উচ্চসিত প্রশাংশ লাভ করে। সুকুমার রায় এর চরিত্রে কৌশিক ঘোষ ও মায়ার চরিত্রে অমিতা সেনের অনবদ্য অভিনয় এবং শিশুশিল্পী জয়ের চরিত্রে
ছোট্ট সুদীপ্তা দাসের প্রাণখোলা অভিনয় সকল দর্শকের মনিকোঠায় স্থান করে নেয়। এদিনের শেষ নাটক গোবরডাঙা রূপান্তর প্রযোজিত ও শ্যামল দত্ত নির্দেশিত নবতম প্রযোজনা আত্মাহুতি উপস্থিত দর্শক মণ্ডলীকে মুগ্ধ করে।