গোবরডাঙায় সাড়ম্বরে শুরু হল নাবিকের নাট্য মিলন উৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, ৩ মার্চ অপরাহে গোবরডাঙা সংস্কৃতি কেন্দ্রে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে নাবিক নাট্যম আয়োজিত ২০ তম বার্ষিক নাট্যমিশনের শুভ সূচনা করেন ভূতপূর্ব পৌর প্রধান সংস্কৃতিপ্রেমী সুভাষ দত্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনদের মধ্যে ছিলেন স্থানীয় কাউন্সিলর বাসুদেব কুণ্ডু, পশ্চিমবঙ্গ রাজ্য সংগীত ও নাট্য আকাদেমীর সচিব হৈমন্তী চট্টোপাধ্যায় , নাট্যব্যক্তিত্ব আশিস চট্টোপাধ্যায় , আশিস দাস , অভীক ভট্টাচার্য প্রমুখ।
সংস্থায় সম্পাদক অনিল মুখার্জী সহ সদস্যগণ সকল বিশিষ্টজনদের পুষ্পস্তবক , উত্তরীয় ও স্মারক উপহারে বরণ করে নেন। স্বাগত ভাষনে সংস্থার প্রতিষ্ঠাতা সদস্য বর্ষিয়ান সোমনাথ রাহা উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মুখ্য সংস্কৃতি ও নাট্যচর্চার সুদীর্ঘ ৪৬ বৎসরের পথচলার ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ।
বিশিষ্ট ব্যক্তিবর্গ তাঁদের ভাষণে নাট্যদলের শহর গোবরডাভার অন্যতম নাট্য সংস্থা নাবিক নাট্যকের নাট্যচর্চার ভূয়সী প্রশংসা করেন । উদ্যোক্তারা এদিন উপস্থিত সাংবাদিকগণকে স্মারক উপহারে শুভেচ্ছা আপন করেন ।
সংস্থার বিশিষ্ট নাট্য পরিচালক জীবন অধিকারীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠান বেশ প্রানবন্ত হয়ে ওঠে । আয়োজিত নাট্যোৎসর্বে নাবিক নাট্যম প্রযোজিত ৪ খানি নাটক ছাড়াও সহ মোট ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের অর্থানুকূল্যে তিন দিনব্যাপী ৯ টি নাটক মঞ্চস্থ হচ্ছে ।
এছাড়াও রয়েছে নাটকের সেমিনার ও মছলন্দপুরের ইমন মাইম সেন্টার পরিবেশিত মূকাভিনয় নাটক আলিবাবা । উদ্বোধনী দিনে সংস্থার শিশু – কিশোর কুশীলবগণ পরিবেশিত নাট্য কর্মশালায় প্রস্তুত নাটক ‘তিনুর -কিস্সা’ সমবেত দর্শক সাধারণের প্রশংসা লাভ করে ।
দ্বিতীয় নাটক ‘অঙ্গন’ বেলঘরিয়ার নাবিক নাট্যমের নাট্যোৎসবকে ঘিরে এলেকার নাট্যামোদী দর্শক সাধারণের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয় ।