গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার আয়োজনে মাস ব্যাপী আন্তর্জাতিক নাট্যোৎসব
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল রিপোর্টার নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা নাট্য সংস্থার শিশু কিশোর দের উদ্যোগে প্রায় একমাস ব্যাপী হয়েগেলো প্রথমবর্ষ আন্তর্জাতিক মেলবন্ধন উৎসব’২৩। গত ১লা ফেব্রুয়ারী থেকে গোবরডাঙ্গার একেকটি বিদ্যালয়ের মঞ্চে আন্তবিদ্যালয় ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা।
এছাড়াও ছিল রোগ ব্যাধি সচেতনতার উপর পথনাটক, ভাষা দিবস পালন, জল সচেতনতা ও থিয়েটার বিষয়ক আলোচনা সভা। গত ২৬ শে ফেব্রুয়ারী সকালে আন্তবিদ্যালয় নাট্যপ্রতিযোগিতার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। যে ছোট ছোট চারা গাছের হাত ধরে আকাঙ্ক্ষা এগিয়ে চলেছে তারা একদিন বটবৃক্ষে পরিণত হবে।
তাদের ছত্রছায়ায় বেড়ে উঠবে আরো অনেক ছোট ছোট প্রাণ। এই কারণেই বটবৃক্ষে জল সিঞ্চন এবং প্রদীপ প্রজ্জলন করে দ্বিতীয় পর্বের অনুষ্ঠানের শুভসূচনা করেন গোবরডাঙ্গা পৌরসভার পৌরপ্রধান মাননীয় শংকর দত্ত মহাশয়। ছিল সম্মাননা প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
নাট্যযোদ্ধা সম্মানে সম্মানিত হন পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি পুরস্কার প্রাপ্ত বিশিষ্ট অভিনেতা ও পরিচালক মুরারি মুখোপাধ্যায়। স্বর্গীয় নিত্যানন্দ দত্ত মহাশয়ের স্মৃতি উদ্দেশ্যে জীবন কৃতি সম্মানে সম্মানিত হন গোবরডাঙ্গা খাঁটুরা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক প্রদীপ কুমার কুন্ডু। আন্তর্জাতিক মেলবন্ধন সম্মান পান বাংলাদেশের খ্যাতনামা লেখক ও পরিচালক আতিকুর রহমান সুজন।
নাট্য জীবনের ৫০ বছরের সম্মান পান বিশিষ্ট পরিচালক প্রতাপ সেন । এছাড়াও আকাঙ্ক্ষা সম্মানে সম্মানিত হন নাট্য পরিচালক কমল কুমার পাল , নাট্য গাবেষক ডক্টর অপূর্ব দে । উদ্বোধনীতে আকাঙ্ক্ষা প্রযোজিত ত্রিদীপ চক্রবর্তী পরিচালিত আকাঙ্ক্ষিত মেলবন্ধন নৃত্যঅনুষ্ঠান সকলের হৃদয় স্পর্শী।
এই বন্ধন সম্প্রীতির বন্ধন। এই বন্ধন আমাদের পথ দেখায় বিভেদ আমাদের মনে ধর্মে নয়,সেই কথা মাথায় রেখে নৃত্য শেষে পৌর প্রধান শংকর বাবু ও আতিকুর বাবু একে অপরের হাতে রাখি বন্ধনের মধ্যে দিয়ে শুরু করেন এই মেলবন্ধন উৎসব। সন্ধ্যায় ছিল চারটি নাটক ব্যান্ডেল দিশারী প্রযোজিত কমল পাল রচিত ও পরিচালিত নাটক নীলকন্ঠ পাখির পালক।
গোবরডাঙ্গা আকাঙ্ক্ষা প্রযোজিত আতিকুর রহমান সুজন রচিত ও প্রতাপ সেন পরিচালিত নাটক প্রিয়ম্বদার মৃত্যু। মুখ্য চরিত্রে আকাঙ্ক্ষার সদস্যা,অভিনেত্রী রুমা সাহা ও আকাঙ্ক্ষার সদস্য ও অভিনেতা সৌরভ দাস। থিয়েটার মানুষের জীবনের কথা বলে , তেমনি একজন থিয়েটার প্রেমী মানুষের জীবনের কাহিনী নিয়েই একটি বাস্তববাদী নাটক।
নাটকটির মঞ্চপরিকল্পনায় সহ পরিচালক দীপাঙ্ক দেবনাথ, আবহ শুভময় মুখার্জী, আলোকসজ্জা ও প্রেক্ষাপন সুজয় পাল, রূপসজ্জায় সম্পাদিকা তনুশ্রী দেবনাথ (দত্ত)। পরবর্তী রেপার্টরী গার্ডেন থিয়েটার কুমিল্লা প্রযোজিত আতিকুর রহমান সুজন রচিত,পরিচালিত ও একক অভিনীত নাটক গল্প কথা।
অনুষ্ঠানের একেবারে অন্তিম লগ্নে ছিল গোবরডাঙ্গা আকাঙ্ক্ষার শিশু বিভাগের প্রযোজনা, পরেশ বন্দ্যোপাধ্যায় রচিত ও দীপাঙ্ক দেবনাথ পরিচালিত দর্শকদের বহু প্রশংসিত মঞ্চ সফল প্রযোজনা হারজিত। হারজিত নাটকের প্রসঙ্গে বিশিষ্ট নাট্য ব্যাক্তিত্ব কমলকুমার পাল বলেন, বর্তমান সময়ের একটি সামাজিক এবং শিক্ষণীয় একটি নাটক।
পরিচালক মহাশয়ের নিপুন ভাবনায় নাটকটি এক বিশেষ মর্যাদা পেয়েছে। আকাঙ্ক্ষার সম্পাদিকা তনুশ্রী দেবনাথ দত্ত জানান, এই সংস্থাটি সম্পূর্ণ আঠারো উনিশ বছর বয়সী কিশোর দ্বারা পরিচালিত। শুভময়, সুজয়, দীপাঙ্ক, ত্রিদীপ ও সৌরভ এই পঞ্চপান্ডবের ঐকান্তিক প্রচেষ্টায় এই মাস ব্যাপী উৎসব শান্তিপূর্ণ ও সফল ভাবে পরিচালিত হলো।
পৌরপিতা শংকর দত্ত জানান , আকাঙ্ক্ষার খুঁদে শিল্পীরা খুব অল্প দিনে সকলের মধ্যে যে আকাঙ্ক্ষার সঞ্চার ঘটালো তা সকলের হৃদয় স্পর্শী। তাঁদের থেকে আরো নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আমাদের বেড়ে গেল। মুরারি বাবু জানান,জ্যোৎস্না যেমন রাতকে পুলকিত করে ঠিক তেমনি আকাঙ্ক্ষার স্বপ্ন শুরণী মাখা নাট্যযোদ্ধা সম্মান আমায় পুলকিত করল। নবজাতকদের হাত ধরেই এগিয়ে চলুক আকাঙ্ক্ষা।