আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরবিনোদন

গোবরডাঙ্গা খাঁটুরা শিল্পাঞ্জলির উদ্যোগে হিন্দু কলেজে পুতুল নাচের কর্মশালা

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার অন্যতম সাংস্কৃতিক সংস্থা খাঁটুরা শিল্পাঞ্জলি ও গোবরডাঙ্গা হিন্দু মহাবিদ্যালয়ের যৌথ উদ্যোগে পুতুল নাচ ও পুতুল নাটকের উপর সেমিনার ও একদিনের এক কর্মশালা অনুষ্ঠিত হয় গত ৬ ডিসেম্বর কলেজ অডিটোরিয়ামে।

উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ ডঃ হরেকৃষ্ণ মন্ডল, শিল্পাঞ্জলির সম্পাদক মলয় কুমার বিশ্বাস অধ্যক্ষ ডঃ মন্ডল সহ উপস্থিত কলেজ পড়ুয়া ও সাংবাদিক’গণকে স্বাগত জানান। অধ্যক্ষ হরেকৃষ্ণ বাবু সমবেত সকলকে শুভেচ্ছা জানিয়ে খাঁটুরা শিল্পাঞ্জলির সাথে যৌথ উদ্যোগে

পুতুল নাচ ও নাটকের উপর আয়োজিত কর্মশালার গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যাপক পারমিতা দত্ত ও ডঃ পারিজাত কেশর সাহা এবং শিক্ষিকা দিপালী বিশ্বাস প্রমূখ।

শুরুতেই শিল্পাঞ্জলির অন্যতম সদস্যা পুতুল নাচ বিশেষজ্ঞা সোমা মজুমদার পুতুল নাচ ও নাটকের উদ্ভব প্রসঙ্গে বলেন, ভারতবর্ষে হরপ্পা ও মহেঞ্জোদাড়োর সভ্যতায় পুতুল পুতুলের ব্যবহার ছিল।

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পুতুলের ভূমিকা যথেষ্ট। সকলেই পুতুল ভালোবাসেন। শিশু শিক্ষায় পুতুলের গুরুত্ব রয়েছে যথেষ্ট।

শিল্পাঞ্জলির অন্যতম কর্ণধার শঙ্খব্রত বিশ্বাস ও সোমাদেবী উপস্থিত শিক্ষার্থীদের হাতে কলমে পুতুল তৈরি ও ব্যবহারের উপর প্রশিক্ষণ দেন। এদিনের পুতুল নাচ ও নাটক বিষয়ক আলোচনা ও কর্মশালায় কলেজের স্নাতক স্তর ও বিএড বিভাগের মোট ৫৩ জন শিক্ষার্থী অংশ নেন।

সম্পাদক মলয় বিশ্বাস জানান, সকল প্রশিক্ষনার্থীকে কলেজের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হবে। শিল্পাঞ্জলি আয়োজিত পুতুল নাচের উপর কর্মশালায় উপস্থিত সকল শিক্ষার্থী’গনের মধ্যে এদিন দেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *