আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅরাজনৈতিকজেলার খবর

গোবরডাঙ্গা নাবিক নাট্যমের ১২৯তম নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মজয়ন্তী উদযাপন

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার প্রাচীন নাট্য দল ‘গোবরডাঙ্গা নাবিক নাট্যম’ পালন করলো নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৯তম জন্মজয়ন্তী। বিগত ১৯৭৭ সাল থেকে বর্তমানে ২০২৫ গোবারডাঙ্গা নাবিক নাট্যম পালন করে আসছে এই দিনটি।

দিবসটি উদযাপন উপলক্ষ্যে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে এক গুচ্ছ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে ‘গোবরডাঙ্গা নাবিক নাট্যম’ পালন করে এই দিনটি। নাবিক নাট্যমের মহলা কক্ষের সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়।

পতাকা উত্তোলন করেন দলের সহঃ সভাপতি চিন্ময় চক্রবর্তী। উপস্থিত ছিলেন, দলের নাট্য গুরু জীবন অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন, দলের প্রতিষ্ঠাতা সদস্য প্রদীপ কুমার সাহা। দলের শিশু কিশোর বিভাগের থেকে উপস্থিত ছিল রাজেশ, বর্ষা , নীল , ঋজু, রুমকি, পাপিয়া, রনি, ঐশানি, ইপ্সিতা, শুভ প্রমুখ।

নেতাজীর ছবিতে মাল্য দান করেন নাট্য গুরু জীবন অধিকারী। এরপর দলের সকলে পরপর নেতাজীর ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন। পুষ্পার্ঘ্য অর্পণ করার পর সকলে সমবেত হয়ে জাতীয় সংগীত পরিবেশন করেন।

নাট্যা গুরু জীবন অধিকারী ও চিন্ময় চক্রবর্তী তাদের সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। সম্পাদক অনিল কুমার মুখার্জী ও সভাপতি শ্রাবনী সাহা জানান, আগামী দিনে তারা এই দিনটিতে আরো নতুন কিছু সংযোজন করবেন।

এই বিশেষ দিনটিতে দলের বাকি সদস্য-সদস্যার মধ্যে অশোক বিশ্বাস, রাখী বিশ্বাস, শর্মিষ্ঠা সাধুখা, সুব্রত কর্মকার, অবিন দত্ত প্রমুখ উপস্থিত ছিলেন। শিশু কিশোর বিভাগের ছাত্র ছাত্রীদের নাচ গান ও কবিতা আবৃত্তি মাধ্যমে শেষ হয় দিনটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *