গোবরডাঙ্গা পরম্পরার সংগীত কর্মশালা
সমর বিশ্বাস : সাংস্কৃতিক শহর গোবরডাঙ্গার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান পরম্পরার উদ্যোগে গত ১০ আগস্ট অনুষ্ঠিত হয় সংগীত শিক্ষার এক কর্মশালা। স্থানীয় শিশু কল্যাণ বিদ্যাপীঠ এ অনুষ্ঠিত কর্মশালার মুখ্য বিষয় ছিল পঞ্চকবি স্মরণ।
পরম্পরার কর্ণধার বিশিষ্ট সংগীত শিক্ষক রাজু সরকার জানান, আয়োজিত কর্মশালায় প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সংগীত বিষয়ক শিক্ষা ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ে ও শিক্ষাদান করা হয়।পঞ্চকবি শীর্ষক কর্মশালায় রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, রজনীকান্ত সেন, দ্বিজেন্দ্রলাল রায় ও অতুলপ্রসাদ সেন এর জীবন কর্ম এবং তাদের অসামান্য সকল সৃষ্টি ও রচনা সম্পর্কে শিক্ষার্থীদের জানানো হয়।
পঞ্চকবি রচিত বিভিন্ন সংগীত শিক্ষার্থীদের শেখানো হয়। এদিনের কর্মশালায় বিদ্যালয়ের ১৫০ জন পড়ুয়া অংশগ্রহণ করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্যাসদেব পাল জানান, বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভার বিকাশ সাধন ও বিদ্যালয়ে সাংস্কৃতিক পরিবেশ গড়ে তুলতে প্রতি বৎসর এই ধরনের কর্মশালার আয়োজন করবেন। এদিনের কর্মশালাকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়।