আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

বিনোদনসর্ম্বধনাসাংস্কৃতিক অনুষ্ঠান

গোবরডাঙ্গায় গুরু পূর্ণিমায় নটরাজ বন্দনা ও শিল্পী সম্মাননা অনুষ্ঠান সংস্কার ভারতীর

নীরেশ ভৌমিক : গুরু পূর্ণিমা উপলক্ষে গত ১০ জুলাই নটরাজ বন্দনা ও শিল্পী সম্মাননার আয়োজন করে সংস্কার ভারতীর গোবরডাঙ্গা শাখার সদস্য’গণ।

এদিন সন্ধ্যায় গোবরডাঙ্গার বোধন সেবা কেন্দ্রে ভাব সঙ্গীত ও নটরাজ পূজনের মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। প্রধান অতিথি শিক্ষক সুকুমার নাথ’কে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়।

উপস্থিত সাংবাদিক ও জেলার বিভিন্ন নাট্যদল ও সাংস্কৃতিক সংস্থার প্রতিনিধিগণকে চন্দনের ফোঁটায় শুভেচ্ছা জানান উদ্যোক্তারা। স্বাগত ভাষণে সংস্কার ভারতীর জেলা সংগঠক শাশ্বতী নাথ উপস্থিত সকলকে গুরু পূর্ণিমার শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে দিনটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে মনোজ্ঞ ভাষণ দান করেন।

সংস্কৃতির আদি গুরু নটরাজ বন্দনায় নটরাজের মূর্তিতে ফুল-মালা অর্পণ করে শ্রদ্ধা জানান ধর্মপ্রাণ পবিত্র বন্দ্যোপাধ্যায় ও নাট্য ব্যক্তিত্ব সুভাষ চক্রবর্তী।

শিল্পী সম্মাননায় উদ্যোক্তারা এদিন প্রখ্যাত সঙ্গীত শিল্পী মানস কুমার মন্ডল ও যন্ত্র শিল্পী বীরেন্দ্র নাথ কুন্ডুকে পুষ্পস্তবক, উত্তরীয় সহ নানা উপহারে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

সনাতন সংস্কৃতি ধারক ও বাহকদের স্মরণে আয়োজিত মনোজ্ঞ অনুষ্ঠানে গোবরডাঙ্গা শিবাঞ্জলি নৃত্যালয়ের বিশিষ্ট নৃত্যশিল্পী রাখী বিশ্বাস ও তৃষ্ণা বিশ্বাসের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠান, শ্রীকান্ত কুন্ডুর সঙ্গীত, বেহালা বাদন এবং

জয়ন্ত চক্রবর্তী ও শর্মিষ্ঠা সাধুখাঁ পরিবেশিত শ্রুতি নাটক ‘বিদায় অভিশাপ’ সমবেত সংস্কৃতিপ্রেমী দর্শক ও শ্রোতৃ মন্ডলীর উচ্চসিত প্রশংসা লাভ করে। নানা অনুষ্ঠান এবং সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংস্কার ভারতী আয়োজিত এদিনের নটরাজ বন্দনার অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *