আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসন্মেলনসর্ম্বধনা

গোবরডাঙ্গায় সাড়ম্বরে অনুষ্ঠিত গীতবীথির শাস্ত্রীয় সংগীত সম্মেলন

নীরেশ ভৌমিক : গোবরডাঙ্গার অন্যতম সংগীত শিক্ষার প্রতিষ্ঠান গীতবীথির বার্ষিক সংগীত সম্মেলন অনুষ্ঠিত হয় গত ২৩ মার্চ। এদিন অপরাহ্ণে গীতবীথি ভবন সংলগ্ন প্রাঙ্গণের আম্র কুঞ্জের অস্থায়ী সুসজ্জিত মঞ্চে মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে আয়োজিত দ্বিতীয় বার্ষিক শাস্ত্রীয় সংগীত সম্মেলনের উদ্বোধন করেন প্রবীণ চিকিৎসক দিলীপ ঘোষ।

উপস্থিত ছিলেন বর্ষীয়ান শংকর প্রসাদ ব্যানার্জী, শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী মনোরঞ্জন ঘোষ, পলাশ মন্ডল প্রমূখ। গীতবীথির কর্ণধার মিহির লাল চক্রবর্তী আগত সকলকে স্বাগত জানান। প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সমবেত খেয়াল গানের মধ্য দিয়ে আয়োজিত সঙ্গীত সম্মেলনের সূচনা হয়।

প্রখ্যাত সঙ্গীত শিল্পী তনুলা চক্রবর্তীর কন্ঠে ঠুংরি ও দাদরা তরুণ গায়ক শুভ্রজিৎ সরকারের গাওয়া খেয়াল স্বনামধন্য নৃত্য শিল্পী চিন্ময় পালের নৃত্যানুষ্ঠান এবং বিশিষ্ট সঙ্গী শিল্পী সমীরণ বিশ্বাসের কন্ঠের সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

এছাড়াও তবলায় উৎপল দাস ও হারমোনিয়ামে জগন্নাথ দাস এবং সেই সঙ্গে অনুষ্ঠান পরিচালনায় শিক্ষক কমল পাইক এর মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠান ও বহু সঙ্গীত প্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সংগীত শিক্ষক ডাঃ মিহির লাল চক্রবর্তী আয়োজিত গীত বীথির দ্বিতীয় বর্ষের শাস্ত্রীয় সংগীত সম্মেলন সার্থকতা লাভ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *