গোবরডাঙ্গার রেনেসাঁসে গাছের চারা বিতরণ ও আলোচনা সভা

নীরেশ ভৌমিক : অরণ্য সপ্তাহ উপলক্ষে পরিবেশ বিষয়ে আলোচনা ও গাছের চারা প্রদান কর্মসূচী পালন করে জেলা তথা রাজ্যের অন্যতম বিজ্ঞান সংস্থা গোবরডাঙ্গার রেনেসাঁস কর্তৃপক্ষ।

গত ২ আগস্ট অপরাহ্নে রেনেসাঁস এর মনি দাশগুপ্ত ভবনে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন অবসার প্রাপ্ত প্রধান শিক্ষক আশিস চক্রবর্তী, বর্ষিয়ান শিক্ষক শচী সুন্দর দাস, বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব জীবন অধিকারী প্রমূখ।

উপস্থিত ছিলেন নাটকের শহর গোবরডাঙ্গার বিভিন্ন নাট্য দলের সদস্য এবং প্রকৃতি ও পরিবেশ প্রেমী সুধীজন। রেনেসাঁস এর সম্পাদক অবসরপ্রাপ্ত শিক্ষক স্বপন চক্রবর্তী ও সংস্থার পরিবেশ প্রেমী অন্যতম সদস্য অনিমেষ বসাক সমবেত সকলকে স্বাগত জানান।

পরিবেশের সুরক্ষায় বৃক্ষের গুরুত্ব ও প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে বক্তব্য রাখেন নাট্য ব্যক্তিত্ব নারায়ণ বিশ্বাস, বিশ্বনাথ ভট্টাচার্য, অজয় দাস, জয়ন্ত চক্রবর্তী, তপন রায় চৌধুরী, মোহন চন্দ, শিক্ষক নারায়ণ চন্দ্র পাল ও শিক্ষিকা ছন্দালিকা সরকার প্রমূখ।

শিক্ষক স্বপন চক্রবর্তী তার স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপণ করে উপকৃত হওয়ার কথা ব্যক্ত করেন। তবে শুধু বৃক্ষরোপণ নয়, বৃক্ষচারাগুলিকে নিয়মিত পরিচর্যা ও বড় করে তোলারও আহ্বান জানান শিক্ষক স্বপন বাবু সহ অন্যান্য বক্তাগণ।

এদিনের অনুষ্ঠানে নাট্যকর্মী নমিতা বিশ্বাসের গাওয়া মনোজ্ঞ সংগীত এবং বিশিষ্ট নাট্যমোদী অনিমেষ বসাকের নির্দেশনায় গয়েশপুর করুণাময়ী মিশনের শিশু শিল্পীগণ পরিবেশিত পরিবেশ বিষয়ক শিক্ষামূলক ‘হিজল ভাই

ও শিমুল বোন’ শিক্ষামূলক নাটকটি উপস্থিত সকলের প্রশংসা লাভ করে। সংস্কৃতিপ্রেমী শিক্ষক কমল কৃষ্ণ পাইকের সুচারু সঞ্চালনায় রেনেসাঁস আয়োজিত এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।









