গোবরডাঙ্গার রেনেসাঁসে পত্রিকা প্রকাশ ও আলোচনা সভা
নীরেশ ভৌমিক : গত ৯ সেপ্টেম্বর অপরাহ্ণে গোবরডাঙ্গা রেনেসাঁস ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে কুমুদিনী দত্ত স্মারক বক্তৃতা ও ‘কুশদহ বার্তা’ পত্রিকার ৩২ তম বর্ষের দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হয়। পত্রিকাটি আনুষ্ঠানিক প্রকাশ করেন ইনস্টিটিউট এর প্রধান উপদেষ্টা দীপক কুমার দাঁ।
স্বাগত ভাষণে সংস্থার সভাপতি ডঃ সুনীল বিশ্বাস উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ইনস্টিটিউট এর প্রতিষ্ঠা এবং অতীত ঐতিহ্য তুলে ধরেন এবং সেই সঙ্গে আয়োজিত আলোচনা সভার সাফল্য কামনা করেন। এদিনের আলোচনা সভার সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষিকা
আভা চক্রবর্তী, সমাজকর্মী প্রয়াতা কল্যাণী দাশগুপ্তের জীবন ও কর্মের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দান করেন। কুমুদিনী দত্ত স্মারক বক্তৃতায় অংশ নিয়ে গোবরডাঙ্গার নারী সমাজের ‘সেকাল ও একাল’ বিষয়ের উপর মূল্যবান বক্তব্য রাখেন গোবরডাঙ্গা হিন্দু মহাবিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপিকা ডঃ নিবেদিতা বিশ্বাস।
রেনেসাঁস ইনস্টিটিউটের সম্পাদক স্বপন চক্রবর্তী জানান এখন থেকে প্রতিবছর এখানে কল্যাণী দাশগুপ্ত স্মরণে স্মারক বক্তৃতা এবং এলাকার একজন লড়াকু মহিলাকে সংবর্ধনা প্রদান করা হবে।
এ দিনের আলোচনা সভার আহ্বায়ক সুখেন্দু দাসের সঞ্চালনায় সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে। অনুষ্ঠানে প্রবীণ সংগীত শিল্পী অজিত কুমার দে ও মিহির লাল চক্রবর্তীর কন্ঠের গান সমবেত সকলকে মুগ্ধ করে।