চন্দ্রযান ৩ কাউন্টডাউন এর কন্ঠস্বর ইসরো বিজ্ঞানী শ্রীমতি ‘N Valarmathi’ পাড়ি দিলেন না ফেরার দেশে
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে উৎস সাহার রিপোর্ট : গত ১৪ই জুলাই ‘চন্দ্রযান ৩’ উৎক্ষেপণ পর্বে যে কাউন্টডাউন কন্ঠস্বর সকল ভারতবাসীর বুক গর্বে ভরিয়ে দিয়েছিল, গত শনিবার সান্ধ্যকালে সেই সমীহ-উদ্রেককারী কন্ঠের অধিকারী বিজ্ঞানী ‘N Valarmathi’ পরলোকগমন করেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন বলে জানা গেছে।
ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ISRO’ এর কর্মকর্তারা আজ বিজ্ঞানীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এবং বলেছেন যে, তিনি শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রে মহাকাশ সংস্থার অসংখ্য উৎক্ষেপণের জন্য কাউন্টডাউনের সাথে যুক্ত ছিলেন। তিনি 2012 সালে রিমোট সেন্সিং ‘RISAT-1’ প্রকল্পের প্রকল্প পরিচালক ছিলেন। ’RISAT-1’ প্রকল্পে পরিচালক হিসেবে তাঁর ভূমিকার পরপরই 2015 সালে তিনি তামিলনাড়ু সরকারের ‘আবদুল কালাম’ পুরস্কার পেয়েছিলেন।
ইসরোর প্রাক্তন বিজ্ঞানী ও পরিচালক ‘পি.ভি. ভেঙ্কিতকৃষ্ণান’ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন – “ শ্রীহরিকোটা থেকে ISRO- এর ভবিষ্যত মিশনের কাউন্টডাউনের জন্য ’Valarmathi’ ম্যাডামের কণ্ঠ আর থাকবে না । চন্দ্রযান 3 ছিল তার চূড়ান্ত কাউন্টডাউন ঘোষণা। এটি একটি অপ্রত্যাশিত মৃত্যু। খুব খারাপ লাগছে। প্রণাম!” সম্প্রতি ‘ISRO’ কর্তৃক সূর্যের উদ্দেশ্যে গমনকারী ‘AdityaL1’ লঞ্চের সময় এই কৃতি বিজ্ঞানীর কন্ঠের অনুপস্থিতি তাঁর শূন্যতাকে মূলে পৌঁছিয়ে দিয়েছেন।