‘চলো গ্রামে যায়’ কর্মসূচী তৃনমুল কংগ্রেসের
পারফেক্ট টাইম রিপোর্টার গৌরব কর্মকার : আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে রাজ্যে তৃনমুল কংগ্রেসের আরও ভাল ফল করার লক্ষ্যে দলনেত্রীর নির্দেশে মমতা ব্যানার্জীর সকল উন্নয়ন মূলক কর্মসূচী গুলি প্রচারের উদ্দেশ্যে ‘চলো গ্রামে যায়’ কর্মসূচী বাস্তবায়নের উদ্দেশ্যে বাগদা পূর্ব ও পশ্চিম ব্লকের সভাপতি যথাক্রমে পরিতোষ কুমার সাহা ও অঘোর চন্দ্র হালদারের নেতৃত্বে বাগদা পূর্ব ও পশ্চিম ব্লক মহিলা তৃনমুল কংগ্রেসের পৃথক পৃথক রোড শো।