চাঁদপাড়ায় ক্রেজি গ্রুপের আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সেকাটি এফ পি স্কুল রানার্স দীঘা সুকান্তপল্লী

নীরেশ ভৌমিকঃ বিগত বৎসরের মতো এবারও চাঁদপাড়ার অন্যতম সামাজিক সংগঠন চাঁদপাড়ার ক্রেজি গ্রুপের সদস্যগণ ছোটদের এক আকর্ষনীয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। গত ১২ আগস্ট চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ প্লেয়ার্স এ্যাসোসিয়েশন মাঠে অনুষ্ঠিত ওয়ান ডে নক আউট ফুটবল টুর্নামেন্টে গাইঘাটা ব্লকের ১৬টি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা (ছাত্র) অংশ গ্রহণ করে।

এদিন অপরাহ্নে ক্লাব সদস্য’গণ কর্তৃক জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের সূচনা হয়। একই সঙ্গে দুটি ছোট মাঠে খেলাগুলো অনুষ্ঠিত হয়। এলাকার বিভিন্ন বিদ্যালয়ের গেম টিচার ও ক্রীড়া সংগঠক’গণ সুষ্ঠুভাবে ক্রীড়া পরিচালনায় এগিয়ে আসেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী কপিল ঘোষ ও অংশুমিতা পাল প্রমুখ।

অপরাহ্নে চূড়ান্ত পর্বের খেলায় ডুমা অঞ্চলের ছেকাটি এফ পি স্কুল স্থানীয় দীঘা সুকান্ত পল্লী প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে পরাস্ত করে টুর্নামেন্টের সেরার শিরোপা অর্জন করে। উদ্যোক্তারা বিজয়ীও বিজিত দলের অধিনায়কের হাতে দর্শনীয় ট্রপি তুলে দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্ণামেন্ট ছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণকারী প্রতিটি স্কুলকেও ট্রপি প্রদান করা হয়। মধ্যাহ্নে সকলের জন্য ছিল আহারের ব্যবস্থা। সংগঠনের সভাপতি গোবিন্দপাল ও সম্পাদক টুটুন বিশ্বাস উপস্থিত সকলকে স্বাগত জানান।

খেলার মাঠে উপস্থিত বিভিন্ন স্কুলের শিক্ষক, অভিভাবক ও এলাকার ক্রীড়ামোদী ও ফুটবল প্রেমী মানুষজন ফুটবলের চর্চা ও প্রসারে ক্রেজি গ্রুপের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান। খেলায় অংশগ্রহনকারী বিভিন্ন স্কুল থেকে আগত ছাত্র-ছাত্রীদের মধ্যে এদিন বেশ উৎসাহ-উদ্দীপনা চোখে পড়ে।









