চাঁদপাড়ায় ক্রেজি গ্রুপের স্বাস্থ্যশিবির ও ফুটবল টুর্নামেন্ট
নীরেশ ভৌমিক : গত ২৬ জানুয়ারি সকালে গাইঘাটা থানার মোড় থেকে জাতীয় সড়ক যশোর রোড ধরে চাঁদপাড়া বাজার অবধি ৭ কিলোমিটার দীর্ঘ মশাল দৌড় শেষে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে জাতির ৭৫ তম প্রজাতন্ত্র দিবস উদযাপনের মধ্য দিয়ে ৩ দিন ব্যাপী চাঁদপাড়ার ক্রেজি গ্রুপ আয়োজিত তৃতীয় বার্ষিক ক্রেজি উৎসবের সূচনা হয়।
সংগঠনের সভাপতি গোবিন্দ পাল জানান, এদিনের মশাল দৌড়কে সার্থক করে তুলতে ক্রীড়া প্রশিক্ষক মঙ্গল বিশ্বাস ও গাইঘাটা থানার পুলিশ বাহিনী সহযোগিতার হাত বাড়িয়ে দেন। অপরাহ্ণে ব্যান্ডের বাজনা, রণ পায়ে হাটা ও ফুটবল টুর্নামেন্টের সুদৃশ্য বিশাল ট্রপি সহ ক্রেজি গ্রুপের সদস্যদের বর্ণাঢ্য শোভাযাত্রা চাঁদপাড়া বাজার এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে। পরদিন বিনা ব্যয়ে স্বাস্থ্যশিবির ও স্বেচ্ছা রক্তদান শিবিরে সকাল থেকেই এলাকার বিভিন্ন গ্রামের মানুষজন এসে উপস্থিত হন।
বিশেষজ্ঞ চিকিৎসক’গণ শিবিরে আগত মানুষজনের স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দেন। বিনামূল্যে দুস্থ রোগীদের ঔষধ দেওয়া হয়। এছাড়াও ছিল বিনা ব্যয়ে ইসিজি ও হাড়ের ঘনত্ব পরীক্ষার ব্যবস্থা। এদিনের রক্তদান শিবিরে বনগাঁ জে আর ধর মহাকুমা হাসপাতালের ব্লাড ব্যাংকের ভারপ্রাপ্ত চিকিৎসক ডাঃ গোপাল পোদ্দার ও স্বাস্থ্য কর্মীগণ ক্লাব সদস্য সহ এলাকার স্বেচ্ছা রক্তদাতাদের রক্ত সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা শিশির চক্রবর্তী এদিন স্বেচ্ছায় জীবনের ৬১ তম রক্তদান করেন।
ক্রেজি গ্রুপের কর্ণধার প্রাক্তন সৈনিক টুটুন বিশ্বাস জানান, এদিনের রক্তদান শিবিরে ৯২ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে বেশ কয়েকজন মহিলা ও ছিলেন। বিগত বছরগুলির মতো এবারও উৎসবের শেষ দিনে ছিল নক আউট ফুটবল টুর্নামেন্ট। প্রতিযোগিতায় রাজ্যের বিভিন্ন জেলার ৮টি দল অংশগ্রহণ করে। মধ্যরাতে ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইতে ৩-২ গোলে কাঁচরাপাড়ার শাহরুখ একাদশকে পরাস্ত করে সেরার শিরোপা অর্জন করে বনগাঁর জাগ্রত ইলেভেন।
অন্যতম সদস্য অপু ঘোষ জানান, বিজয়ী ও বিজিত দলকে যথাক্রমে দর্শনীয় স্মৃতি চ্যালেঞ্জ ট্রপি এবং নগদ ৫০ হাজার টাকা ও ৭৫ হাজার টাকা প্রদান করা হয়। ম্যান অফ দ্য টুর্নামেন্টে ভূষিত হন বিজয়ী দলের সঞ্জীব ভৌমিক। মাঠ ভর্তি দর্শক মধ্যরাতে আতশবাজির রোশনাই ও টুর্নামেন্টের খেলাগুলি বেশ উপভোগ করেন।
ক্লাব সভাপতি গোবিন্দ বাবু জানান, সেবামূলক কাজের জন্য স্থানীয় ডায়মন্ড ক্লাবের সদস্যদের হাতে মানবিক স্মারক সম্মান ও দুস্থ অসহায় মানুষজনের মধ্যে বিতরণের জন্য বেশ কিছু কম্বল তুলে দেওয়া হয়। নানা কর্মসূচী ও অনুষ্ঠানে চাঁদপাড়া ক্রেজি গ্রুপ আয়োজিত তৃতীয় বর্ষের ক্রেজি উৎসব সার্থকতা লাভ করে।