আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানঅরাজনৈতিকজেলার খবর

চাঁদপাড়ায় নেতাজীর জন্মদিনে নানা অনুষ্ঠান ইউনিক ওয়েলফেয়ার সোসাইটির

নীরেশ ভৌমিক: বিগত বৎসরের মত এবারও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজী সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী পালন করে চাঁদপাড়ার নবগঠিত ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি। গত ২৩ জানুয়ারি সকালে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলন, নেতাজী সুভাষ এর আবক্ষ মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে দিনভর নানা অনুষ্ঠানের সূচনা হয়। স্কুল ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল বসে আঁকো প্রতিযোগিতা, স্বেচ্ছা রক্তদান, নিঃশুল্ক স্বাস্থ্য শিবির ও সংগীতানুষ্ঠান।

নেতাজী সুভাষ এর জীবন কর্ম ও আদর্শের উপর আলোকপাত করে মনোজ্ঞ ভাষণ দেন বর্ষীয়ান শিক্ষক পবিত্র মুখোপাধ্যায়, সাংবাদিক সরোজ কান্তি চক্রবর্তী, সমাজকর্মী মনোতোষ সাহা, নন্দদুলাল দাস প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। স্কুল ছাত্রী দীপা দাসের কন্ঠে দেশাত্মবোধক সংগীতের মধ্য দিয়ে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক ও বিচিত্রা অনুষ্ঠানের সূচনা হয়।

অন্যতম সংগঠক অনুপ দত্ত জানান, এ দিনের শিবিরে বারাসাত ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী গন ৫৩ জন স্বেচ্ছা রক্তদাতার রক্ত সংগ্রহ করেন। স্থানীয় বাসিন্দা ৬৫ বছরের শিশির চক্রবর্তী এদিনের শিবিরে ৬৫ তম রক্তদান করে সকলের অভিনন্দন লাভ করেন।

সন্ধ্যায় অনুষ্ঠিত বিচিত্রানুষ্ঠানে এলাকার অগণিত সংগীতপ্রেমী মানুষজনের উপস্থিতি চোখে পড়ে। নানা অনুষ্ঠান ও কর্মসূচীতে চাঁদপাড়ার ইউনিক ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত নেতাজী সুভাষের ১২৯ তম জন্মজয়ন্তীর অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *