আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরনাট্যানুষ্ঠানপ্রতিভার সন্ধানেবিনোদনসাংস্কৃতিক অনুষ্ঠান

চাঁদপাড়ায় পূরবী মেঘ এর বার্ষিক উৎসবে দারুন সাড়া

নীরেশ ভৌমিক : চাঁদপাড়া বাজার পার্শ্বস্থ মিলন সংঘ ময়দানে গত ২৬ ডিসেম্বর সকালে মঙ্গলদীপ প্রোজ্জ্বলন ও বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে মহাসমারোহে শুরু হয় এতদঞ্চলের ঐতিহ্যবাহী পূরবী মেঘ উৎসব ২০২৫।

মধ্যাহ্ন শুরু হয় পূরবী মেঘ সংস্থার শিক্ষার্থীগণ পরিবেশিত নৃত্যের অনুষ্ঠান। এদিনের নৃত্যানুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল জি বাংলার ডান্স বাংলা ডান্সের বিশিষ্ট শিল্পীগণের আকর্ষণীয় নৃত্যের অনুষ্ঠান। দ্বিতীয় দিন সকালে ছিল বাংলা ও হিন্দি গানের উপর সৃজনশীল নৃত্যের প্রতিযোগিতা।

মধ্যাহ্নে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, অপরাহ্নের পূরবী মেঘ ডান্স স্কুলের ছাত্র-ছাত্রীদের নৃত্যানুষ্ঠান। সন্ধ্যায় পূরবী মেঘ ডান্স স্কুল নিবেদিত এবং অরূপ, মৃন্ময় পরিচালনায় সাড়া জাগানো নৃত্যনাট্য ‘পঞ্চমুখী হনুমান’।

২৮ ডিসেম্বর উৎসবের শেষ দিনে সকালে সৃজনশীল নৃত্য, মধ্যাহ্নে মনোজ্ঞ সংগীতানুষ্ঠান, অপরাহ্ণে সংস্থার ছাত্র-ছাত্রীগণ পরিবেশিত নৃত্যানুষ্ঠান এবং সন্ধ্যায় অরূপ, মৃণ্ময় এর নির্দেশনায় এবং দুর্গা, নিলাময় এবং প্রদীপ ও বলরামের সহযোগিতায় পরিবেশিত নৃত্যনাট্য ‘অসুর’ সমবেত সহস্রাধিক দর্শকের উচ্ছ্বসিত প্রশংসা লাভ করে।

পরিশেষে মনোজ্ঞ সংগীত সন্ধ্যায় প্রখ্যাত সঙ্গীতশিল্পী শোভা নন্দী, মৃন্ময় সাহা, শিঞ্জিনী বোস, দীপা দাস, প্রমুখের সংগীতানুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। এদিন মঞ্চে ছিলেন মৃন্ময়ের গুরুমা বিশিষ্ট নৃত্য শিক্ষিকা কাকলি দাস আঢ্য, নৃত্য নির্দেশক দেবাশিস বাবু।

হাম্পটি, রাজন্যা সহ এলাকার বিশিষ্টজনদের পূরবী মেঘ সম্মানে ভূষিত করা হয়। প্রতিদিন অগণিত দর্শক শ্রোতার স্বতঃস্ফূর্ত উপস্থিত ও নানা অনুষ্ঠানে এবারের পূরবী মেঘ উৎসব এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *