আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরবিনোদনসর্ম্বধনাসাহিত্য ও সংস্কৃতি।

চাঁদপাড়ায় ভাষা দিবস উপলক্ষে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা একুশে উদযাপন কমিটির

নীরেশ ভৌমিক : বিগত বছরগুলির মতো এবারও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করে চাঁদপাড়ার ‘অমর একুশে’ ফেব্রুয়ারি উদযাপন কমিটি। গত ২০ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদপাড়া বাস স্ট্যান্ড পার্শ্বস্থ প্রাঙ্গণের সুসজ্জিত মঞ্চে রজতজয়ন্তী বর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে শঙ্খ ধ্বনির মধ্য দিয়ে মঙ্গল দীপ প্রোজ্জ্বলন করেন পদ্মশ্রী গোকুল চন্দ্র দাস।

উদ্বোধনী সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী বাবুনি মজুমদার। ভাষা শহীদদের স্মরণ করে স্বাগত ভাষণ দেন উদযাপন কমিটির সম্পাদক কপিল ঘোষ।

উদ্যোক্তারা এদিন সদ্য পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত স্বনামধন্য ঢাকি গোকুল চন্দ্র দাস ছাড়াও বিশিষ্ট শিক্ষাব্রতী অধ্যাপক অমিত দাশগুপ্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক অমলেন্দু রায়, শিক্ষক দীপক মিত্র, শিক্ষিকা স্মৃতিলেখা গোলদার ও বিশিষ্ট কবি মুকুল কৃষ্ণ ঢালী প্রমূখ গুণীজনদের বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করেন।

উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান সংগঠনের সভাপতি অশোক সাহা। ভাষা শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।ভাষা দিবসের তাৎপর্য ব্যাখ্যা করে মনোজ্ঞ ভাষণ দেন অধ্যাপক অমিত দাশগুপ্ত।

উদ্যোক্তারা অন্যান্য বছরের মতো এবারও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের বাংলা বিষয়ের সর্বোচ্চ মার্কস প্রাপ্ত শিক্ষার্থী’গণকে সংবর্ধনা, পুরস্কার ও শংসাপত্র প্রদান করেন। এছাড়া বিভিন্ন বিদ্যালয়ের দুঃস্থ পড়ুয়া’গণকে ও খাতা ও পেন প্রদান করা হয়।

মনোজ্ঞ সংগীতানুষ্ঠানে ভাষা শহীদদের স্মরণে অমিতাংশু সাহার দেশাত্মবোধক সংগীত ও শ্রীপর্ণা মিত্রের গাওয়া লোকগান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে।

পরদিন ২১ ফেব্রুয়ারি ভাষা দিবসের সকালে মাতৃভাষার স্বাধিকার রক্ষার আন্দোলনে নিহত ভাষা শহীদদের স্মৃতি বেদীতে মাল্য দানের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন এবং এলাকার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও ভাষা প্রেমী মানুষজনের বর্ণাঢ্য ভাষা মিছিল শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ভাষা ও সংস্কৃতিপ্রেমী মানুষজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *