আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানউৎসবজেলার খবরস্বাস্থ্য

চাঁদপাড়ায় শ্যামাপ্রসাদ মুখার্জী চেতনা মঞ্চের স্বেচ্ছা রক্তদান শিবির

নীরেশ ভৌমিক : গ্রীষ্ম ও বর্ষাকালীন সময়ে রাজ্যের ব্লাড ব্যাংকগুলোতে রক্তের সংকট ঘোচাতে বিগত বছর গুলির মতো এবারও এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেন ভারতীয় জনতা পার্টির অনুগামী গাইঘাটা ব্লকের চাঁদপাড়ার শ্যামাপ্রসাদ মুখার্জী চেতনা মঞ্চের সদস্যগণ।

গত ২ আগস্ট চাঁদপাড়ায় জাতীয় সড়ক পার্শস্থ্য বিজেপি’র কার্যালয় সংলগ্ন অঙ্গনে অনুষ্ঠিত রক্তদান শিবিরে ৯৩ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। ডাক্তার জি পোদ্দারের নেতৃত্বে বনগাঁ জে আর ধর মহাকুমা হাসপাতালের স্বাস্থ্য কর্মীগণ রক্ত সংগ্রহ করেন।

রক্তদানের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট।উদ্যোক্তা ও রক্তদাতাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এদিনের উৎসবে দলের বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ বিজেপি নেতা সুদেব সিকদার, অমর সাহা, অমৃত লাল বিশ্বাস, তারক সরকার, দিব্যেন্দু মন্ডল,

দিপালী বিশ্বাস, হরিশংকর গাইন ও জেলা নেতৃত্ব শংকর চ্যাটার্জী প্রমূখ। দলনেতা এদিনের রক্তদান উৎসবের অন্যতম উদ্যোক্তা চন্দ্রকান্ত দাস, অসীম বসু, উপস্থিত দলনেতাদের স্বাগত জানান।

বিশিষ্ট নেতৃবৃন্দ তাদের বক্তব্যে শিক্ষার প্রসার ও দেশের স্বাধীনতার সময়ে পশ্চিমবঙ্গ রাজ্য গঠনে শ্যামাপ্রসাদ মুখার্জীর অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং সেই সঙ্গে রক্তের সংকট ঘোচাতে গাইঘাটার দলীয় নেতাকর্মীদের এই মহতী ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

রক্তদান উপলক্ষে আয়োজিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় শিল্পীগণ সংগীত ও নৃত্য পরিবেশন করে। শিশু শিল্পী দীপান্বিতা, শ্রেষ্ঠা ও অগ্নিকন্যার সমবেত নৃত্য, বৈশালী বৈদ্যর মনোজ্ঞ সংগীত ও

অঙ্কিতা দাসের দেশাত্মবোধক নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃ মন্ডলীকে মুগ্ধ করে। দলনেতা শিক্ষক প্রশান্ত রায়ের পরিচালনায় এদিনের সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *