আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

অনুষ্ঠানজেলার খবরসর্ম্বধনাস্বাস্থ্য

চাঁদপাড়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত বিবেকানন্দ যোগা একাডেমীর সারা বাংলা যোগ প্রতিযোগিতা

নীরেশ ভৌমিক: গত ১৬ ফেব্রুয়ারি সারা দিন ব্যাপী এক যোগাসন প্রতিযোগিতার আয়োজন করে চাঁদপাড়ার বিবেকানন্দ যোগা একাডেমী। এদিন সকালে চাঁদপাড়া বালিকা বিদ্যালয়ের আনন্দধারা মঞ্চে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলন করে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন বর্ষিয়ান সংগীত শিক্ষিকা শোভা নন্দী।

উপস্থিত ছিলেন যোগ প্রশিক্ষক প্রসুন গাইন, প্রদীপ বিশ্বাস, তিমির বরণ দে, প্রদোষ কুমার দেব, তপন কুমার বল, ফনিভূষণ মজুমদার, নির্মল পাল, সোমা বোস প্রমূখ। সংস্থার অন্যতম কর্ণধার মনোতোষ মজুমদার ও একাডেমীর যোগ শিক্ষিকা শুভ্রা মজুমদার সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন।

একাডেমীর সদস্য যোগ প্রশিক্ষনার্থীগণ সকলকে ব্যাচ ও স্মারক উপহারে বরণ করে নেন। উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে যোগাসনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।

নিয়মিত যোগাসন করলে দেহ ও মন সুস্থ থাকে বলে জানান। সেই সঙ্গে যোগের চর্চা ও প্রসারে বিবেকানন্দ যোগা একাডেমীর এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানান।

বিশিষ্ট সংগীত শিল্পী শোভা নন্দী ও সহকর্মী’গণের কন্ঠে বিবেকানন্দ সংগীত এর মধ্য দিয়ে আয়োজিত যোগাসন প্রতিযোগিতার সূচনা হয়।

স্বামীজীর প্রতিকৃতিতে ফুল-মালা অর্পণ করে বিশিষ্ট যোগা সংগঠক নীলাদ্রি মুখার্জী ও যোগ শিক্ষিকা শুভ্রা দেবীর আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন জেলা থেকে ছোট-বড় যোগশিক্ষার্থী শ’ খানেক এদিনের যোগ আসন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

শুরুতে বিশিষ্ট যোগা শিক্ষার্থী সৌরাশিস দাস ও ঈশা কুমারী সাউ এর দর্শনীয় জোড়া ডান্সের অনুষ্ঠান উপস্থিত সকলকে মুগ্ধ করে। প্রতিযোগিতা শেষে সফল প্রতিযোগী’গণের হাতে পুরস্কার ও শংসাপত্র তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিশিষ্ট ব্যক্তিগণ।

বহু বিশিষ্টজন সহ অসংখ্য যোগা শিক্ষার্থী এবং তাদের অভিভাবক’গণের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে বিবেকানন্দ যোগা একাডেমী ও ‘ফিট ইন লিভ’ আয়োজিত এদিনের যোগ আসন প্রতিযোগিতা এলাকায় বেশ সাড়া ফেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *