আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালায়”-এ বিশেষ অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ২১শে ফেব্রুয়ারি শুক্রবার সন্ধ্যায় দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে “দৃষ্টি”র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র “শিল্পশালায়” আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকর্মী ও নাট্য ব্যক্তিত্ব মাননীয় শ্রী বর্ষা দত্ত মহাশয় এবং ছোট জাগুলিয়া মনমোহন অ্যাকাডেমির সভাপতি মাননীয় শ্রী স্বপন বসু মহাশয়,

এদিন সন্ধ্যায় উপস্থিত দুজন অতিথির হাতেই “দৃষ্টি” র পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা তুলে দেওয়া হয়। এছাড়াও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় শ্রী স্বপন দাস, মনোজ ঘোষ, সুরজিৎ দাস, মেহবুব হোসেন খান,

গার্গী ভট্টাচার্য্য, ঐশী ভট্টাচার্য্য, অহনা দাস, বুদ্ধদেব ভট্টাচার্য্য, প্রবীর দাস, সুমন মিরবহর ও আরও অনেকে। দত্তপুকুর দৃষ্টি তাদের দীর্ঘ দিনের থিয়েটার ও সংস্কৃতি চর্চার মাধ্যমে বর্তমান সময়ে সমাজে যে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে এদিনের অনুষ্ঠানটি আরও একবার তা প্রমান করল।

অনুষ্ঠানে উপস্থিত অতিথি বর্গ এবং “দৃষ্টি”র সকল সদস্য বৃন্দ এদিন মাতৃভাষা দিবসের তাৎপর্য বিষয়ে তাঁদের মূল্যবান বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষে দত্তপুকুর দৃষ্টির ছোটো সদস্যদের ভাবনায় ও তাদেরই অংশগ্রহণে একটি ছোটো নাটিকা- ” ভুল করে ভুল” মঞ্চস্থ হয়।

নিতান্ত স্বল্প সময়ে ও স্বল্প পরিসরে আয়োজিত এই অনুষ্ঠানটি উপস্থিত সকলকেই বর্তমান থিয়েটার চর্চা এবং শিল্প ক্ষেত্রে মাতৃভাষার গুরুত্ব বিষয়ে নতুন করে ভাবতে বাধ্য করবে তা নিশ্চত।








