চিন্ময় মহারাজের মুক্তির দাবিতে চাঁদপাড়ায় সাধু বৈষ্ণবদের নগর সংকীর্তন ও মিছিল
নীরেশ ভৌমিক : ওপার বাংলায় কারারুদ্ধ সনাতনী বৈষ্ণব চিন্ময় মহারাজকে নিঃশর্ত মুক্তির দাবিতে এবং সেখানকার বাঙালী হিন্দুদের উপর নির্মম-নিষ্ঠুর অত্যাচার, অগ্নিসংযোগ, খুন ইত্যাদির প্রতিবাদে গাইঘাটা ব্লকের বকচরা ও চাঁদপাড়ায় নগর সংকীর্তন ও মিছিল করে এলাকার সাধু-বৈষ্ণব’গণ।
গত ৪ ডিসেম্বর অপরাহ্নে গাইঘাটার ফুলসরা অঞ্চলের বকচরা বাজারে সমবেত হয়ে এলাকার বৈষ্ণব সাধুসন্ত এবং সেই সঙ্গে ধর্মপ্রাণ সনাতনী হিন্দুরাও এদিনের প্রতিবাদ আন্দোলনে সামিল হন।
মিছিলের পুরোভাগে ছিলেন স্থানীয় বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার, সমাজকর্মী প্রবীর রায়, বিশ্বজিৎ ঘোষ, অপর্ণা মন্ডল, তনয় সাহা, বাপী সেনগুপ্ত, ভোলানাথ মহারাজ প্রমূখ।দাবি সম্বলিত পোস্টার, প্লাকার্ড, খোল-করতালের বাজনা ও স্লোগানে মুখরিত দীপ্ত মিছিলে কয়েকশ সনাতনী অংশ নেন।
মিছিল বকচরা বাজার থেকে জাতীয় সড়ক যশোর রোড ধরে চাঁদপাড়া বাজার হয়ে গাইঘাটা বিডিও দপ্তরের সামনে এসে শেষ হয়। মিছিল থেকে সমস্ত সনাতনী হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়,
সেইসঙ্গে বাংলাদেশে ভারতবর্ষের জাতীয় পতাকার অবমাননার কঠোর নিন্দা করা হয়। বাঙালী হিন্দুদের উপর মৌলবাদী সন্ত্রাস সৃষ্টিকারী মুসলিমদের কার্যকলাপের প্রতিবাদে সকল সনাতনী হিন্দুদের সরব হওয়ার ও আহ্বান জানান উপস্থিত নেতৃবৃন্দ।
সনাতনী কাঞ্চন মহারাজের উপর দমন-পীড়ন এবং তাকে মিথ্যা মামলায় ফাঁসানোর কঠোর সমালোচনা এবং সেই সঙ্গে তাকে বিচার পাওয়া থেকে বঞ্চিত করার ঘটনারও সমালোচনা করা হয়।
শান্তিপূর্ণ মিছিল শেষে বিডিও কার্যালয়ের সামনে ধর্ম রক্ষায় সকল সনাতনী হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার এবং বাংলাদেশের মৌলবাদী মুসলিমদের জঘন্য কার্যকলাপের প্রতিবাদে সামিল হওয়ার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন ভোলানাথ মহারাজ ও স্থানীয় বিধায়ক স্বপন মজুমদার প্রমূখ নেতৃবৃন্দ।