চিরন্তন এর প্রজাতন্ত্র দিবস ও ভারত মাতা পূজন
নীরেশ ভৌমিক : অন্যান্য বারের ন্যায় এবারেও 76 তম প্রজাতন্ত্র দিবস পালন করল গোবরডাঙ্গার অন্যতম নাট্য দল গোবরডাঙ্গা চিরন্তন। সকালবেলায় ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে ভারত মাতা পূজনের শুভারম্ভ হয়।

প্রথমে ভারত মাতার ছবিতে মাল্যদান এবং সকল সদস্য সদস্যারা পুষ্পার্ঘ্য নিবেদন করে। এই অনুষ্ঠানে স্বদেশ মন্ত্র পাঠ করে শোনায় গর্বিতা দাস দেশাত্মবোধক নৃত্য পরিবেশন করে ঋজু সাহা রাজ মন্ডল এবং অদ্রীশ দাস। অমৃত বচন পাঠ করে শোনান দলের সম্পাদিকা সুতপা কর্মকার।

এছাড়াও দলের পরিচালক অজয় দাস সুভাষিতম্ পাঠ করে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তার মূল্যবান বক্তব্য পেশ করেন। সমগ্র অনুষ্ঠানটির সাজ-সজ্জায় যারা ছিল লক্ষণ সায়ন দেবার্ঘ্য শোভনএবং প্রলয় সরদার শেষে জাতীয় সংগীত পরিবেশন এর মধ্যে দিয়ে এই বিশেষ দিবস অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।







