ছাত্র সপ্তাহে নানা অনুষ্ঠান গাইঘাটার ডেওপুল হাই স্কুলে
নীরেশ ভৌমিক : স্টুডেন্ট উইক (২-৮জানুয়ারি) উপলক্ষে গত ৮ জানুয়ারি বিদ্যালয়ে নানা অনুষ্ঠানের আয়োজন করে গাইঘাটা ব্লকের ডেওপুল অধর মেমোরিয়াল হাই স্কুল কর্তৃপক্ষ।
ছাত্র সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন গাইঘাটা দুই চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রজত রঞ্জন ঘোষ, অবসরপ্রাপ্ত শিক্ষক শ্যামল বিশ্বাস, বিদ্যালয় পরিচালক সমিতির সভাপতি বিজয় সরকার প্রমূখ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুপম দেবনাথ সকলকে স্বাগত জানান। শিক্ষক শিক্ষিকাগণ বিশিষ্টজনদের পুষ্পস্তবকে বরণ করেন।বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে শিক্ষার্থীদের অন্তর্নিহিত গুণাবলীর বিকাশ সাধনে এ ধরনের অনুষ্ঠানের গুরুত্ব ও প্রয়োজনীয়তা ব্যক্ত করেন।
বিদ্যালয়ের সুসজ্জিত মঞ্চে ছাত্র-ছাত্রীরা সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে। বিশিষ্টজনদের হাত দিয়ে বিগত বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী ছাত্র-ছাত্রীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
শিক্ষার্থী’গণ আয়োজিত হস্তশিল্পের প্রদর্শনী সকলের নজর কাড়ে। অনুষ্ঠান অঙ্গনে পড়ুয়া’গণ আয়োজিত খাদ্য উৎসবে পিঠে পুলি, পকোড়া ও ফুচকার স্টলে ক্রেতাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি চোখে পড়ে।
ছাত্র সপ্তাহ উপলক্ষে আয়োজিত এদিনের নানা অনুষ্ঠানকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থী’গণের মধ্যে বেশ উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত হয়।