জমি বিবাদের জেরে এক ব্যাক্তি খুন সিন্দ্রানীর পাকা বাড়ি এলাকায়
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : জমি বিবাদের জেরে প্রতিপক্ষের বাঁশের আঘাতে খুন হল এক ব্যাক্তি। ঘটনাটি ঘটেছে বাগদার সিন্দ্রানী গ্রাম পঞ্চায়েতের পাকা বাড়িতে। জানা গেছে, পাশাপাশি দুই পড়শির মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিবাদ চলছিল।
গতকাল সকালে পাকা বাড়ির আলাউদ্দিন মন্ডলের সীমানায় পড়শি গনি মন্ডল কিছু জ্বালানি রাখলে নতুন করে গন্ডগোলের সূত্রপাত হয়। সেই গন্ডগোলের সূত্র ধরে আজ সকালে হঠাৎই অগ্নিগর্ভ হয়ে ওঠে পরিবেশ এবং ঘটনার আকস্মিকতায় আলাউদ্দিন মন্ডলের ছেলে সাহাবুদ্দিন মন্ডল(৪০) সাতপাছ না ভেবেই একটা মোটা বাঁশের খন্ড দিয়ে স্বজোরে গনি মন্ডল (৪৫)কে আঘাত করলে জ্ঞান হারায় সে।
তারপর তাকে দ্রুত বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎকরা তাকে মৃত বলে ঘোষনা করে। গনি মন্ডলের মৃত্যুর খবর পাওয়ার সাথে সাথে উত্তেজিত জনতা ঘাতক সাহাবুদ্দিন মন্ডলের বাড়ি ভাঙচুর করে।
খবর পেয়ে বাগদা থানার ওসি উৎপল সাহা নিজে পুলিশ বাহিনী নিয়ে ছুঁটে আসেন ঘটনাস্থলে এবং দ্রুততার সাথে পরিস্থিতি স্বাভাবিক করতে সক্ষম হন। পুলিশ অভিযুক্তের পরিবারের এক সদস্যকে আটক করেছে বলে জানা গেছে। মৃত আব্দুল গনি মন্ডলের ছেলে জসিম উদ্দিন মন্ডল তার বাবার হত্যাকারীর ফাঁসির দাবী করেছেন।