জাতীয় রেড রান 3.0 ম্যারাথনে বাংলার সাফল্য — পঞ্চানন বেরা প্রথম, রমজান আলী তৃতীয়
পারফেক্ট টাইম নিউজ ডেস্ক : ভারত সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের উদ্যোগে এবং নাগাল্যান্ড রাজ্যের এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থার ব্যবস্থাপনায় আজ নাগাল্যান্ডের ডিমাপুরে অনুষ্ঠিত হলো তৃতীয় জাতীয় রেড রান ম্যারাথন।

এই ১০ কিলোমিটার রান প্রতিযোগিতায় পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার পঞ্চানন বেরা।

একই বিভাগে তৃতীয় স্থান অর্জন করেন কোচবিহার জেলার রমজান আলী।

প্রথম স্থানাধিকারী পঞ্চানন বেরা পেয়েছেন সুদৃশ্য ট্রফি, মেডেল এবং ৫০,০০০ টাকার আর্থিক পুরস্কার। তৃতীয় স্থানাধিকারী রমজান আলী পেয়েছেন সুদৃশ্য ট্রফি, মেডেল এবং ২৫,০০০ টাকার আর্থিক পুরস্কার।
বাংলা দলের কোচ দীপেন বসু জানান, “দীর্ঘ দু’মাসের কঠোর প্রশিক্ষণের ফলস্বরূপ আজ আমরা এই সাফল্যের স্বাদ পেয়েছি। সুব্রত কাপে বাংলার কন্যাশ্রীদের বিজয়ের পর এ সাফল্য প্রমাণ করছে যে বাংলার ক্রীড়া ক্ষেত্র ক্রমশ এগিয়ে চলেছে। এখন এই ধারাবাহিকতা বজায় রাখাই আমাদের বড় চ্যালেঞ্জ।”

বাংলা দলের টিম ম্যানেজার ও যুব দপ্তরের সহ-পরিচালক পিয়ালী দাস বলেন, “গোয়াতে অনুষ্ঠিত প্রথম ম্যারাথনে আমরা তৃতীয় স্থান পেয়েছিলাম। এবারে জোড়া পদক জয় বাংলার জন্য এক গর্বের মুহূর্ত।”প্রথম স্থানাধিকারী পঞ্চানন বেরা ও তৃতীয় স্থানাধিকারী রমজান আলী জানান, “আমরা দু’জনই দরিদ্র পরিবারের সন্তান।

উন্নত মানের উপকরণ বা পর্যাপ্ত অর্থ না থাকলেও কঠোর পরিশ্রমই আমাদের শক্তি। যদি সরকারের পক্ষ থেকে উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা হয়, তবে আমরা রাজ্য ও দেশের জন্য আরও ভালো ফলাফল দিতে পারব।”বিজয়ী দলের খেলোয়াড়রা আগামীকাল দুপুর ১টা ৪৫ মিনিটে কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখানেই তাঁদের সংবর্ধনা জানানোর প্রস্তুতি চলছে।











