জেলার খবরবিনোদন

ঠাকুরনগর চলন্তিকার উদ্যোগে অনুষ্ঠিত হল বাচিক শিল্পী সৃজিতা বাইনের একক কবিতার আসর

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, গাইঘাটার অন্যতম ঐতিহ্যবাহী সংগঠন ঠাকুরনগর চলন্তিকা শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান গত ৫৫ বছর ধরে এলাকার শিক্ষা ও সংস্কৃতি প্রসারে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

এই সংগঠনে বিভিন্ন রকম শিক্ষা , সংস্কৃতি ও শরীরচর্চা ছাড়াও রয়েছে আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র। আবৃত্তি শেখাতে আসেন আকাশবাণী ও দূরদর্শনের প্রখ্যাত বাচিক শিল্পী শ্রী প্রসুন গুহ। মূলত তার উদ্যোগেই

১১ই জুন ২০২৩ এ চলন্তিকার ” অবিনাশ-কাজলতা কাঞ্জিলাল মঞ্চে” অনুষ্ঠিত হলো এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী বর্তমান প্রজন্মের ভাবি বাচিক শিল্পী সৃজিতা বাইনের একক কবিতার আসর। তার কবিতার ডালিতে ছিল ১৭ টি কবিতা।

সৃজিতার ছোটবেলা থেকেই আবৃত্তির প্রতি খুব আগ্রহ। তার বাবার কাছেই হয় আবৃত্তি হাতে খড়ি। বর্তমানে তার শিক্ষা গুরু শ্রী প্রসুন গুহ এবং প্রখ্যাত বাচিক শিল্পী শ্রীমতি মেধা বন্দোপাধ্যায়। উপস্থিত সকলে তাঁর আবৃত্তির ভূয়সি প্রশংসা করেন।

এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন আকাশবাণীর শিল্পী প্রীতিশ্রী রায় এবং প্রবীর ও সমিতা বিশ্বাস। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন এই সংগঠনের সভাপতি প্রাক্তন শিক্ষক ও সমাজ কর্মী শ্রী গোবিন্দ দত্ত , প্রধান অতিথি চাঁদপাড়া অ্যাক্টোর কর্ণধর প্রাক্তন শিক্ষক এবং স্বনামধন্য

নাট্যশিল্পী ও পরিচালক শ্রী সুভাষ চক্রবর্তী , বিশেষ অতিথি – প্রাক্তন শিক্ষক ও সাংবাদিক শ্রী নীরেশ ভৌমিক , কবি ও সাংবাদিক শ্রী পাচু গোপাল হাজরা, শিক্ষক শ্রী গৌতম রায় এবং ডা: নির্মল দাস। সমগ্র অনুষ্ঠানটি সংযোজনা করেন শ্রী প্রসুন গুহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *