ঠাকুরনগর প্রতিধ্বনির অন্তরঙ্গ নাট্য উৎসব অনুষ্ঠিত
নীরেশ ভৌমিক : ঠাকুরনগর প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থার পরিচালনায় গত ২৪ আগস্ট অনুষ্ঠিত হয় অন্তরঙ্গ নাট্য উৎসব। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমীর অর্থানুকূল্যে ঠাকুরনগর স্টেশন সংলগ্ন বিনয় সদনে আয়োজিত নাট্যোৎসবে তিন খানি নাটক মঞ্চস্থ হয়।
বিভিন্ন নাট্য দলের পরিচালক অভিনেতা এবং উপস্থিত এলাকার নাট্যমোদী দর্শক সাধারনকে স্বাগত জানান সংস্থার সভাপতি জয়দেব হালদার ও সম্পাদক পার্থপ্রতিম দাস। বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব গৌরাঙ্গ মন্ডল ও শিক্ষক সুশান্ত বিশ্বাস সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন এবং নাট্যনির্দেশক’গণকে পুষ্পস্তবকে বরণ করে নেন।
এদিনের সান্ধ্যকালীন নাট্যনুষ্ঠানের প্রথম নাটক হাওড়া আমতার ‘পরিচয়’ নাট্যসংস্থা পরিবেশিত মঞ্চ সফল নাটক ‘হ্যাপি প্রিন্স’। শুভেন্দু ভান্ডারীর নির্দেশনায় এবং বিশিষ্ট অভিনেত্রী ঋতুপর্ণার কন্ঠের সংগীত, আবৃত্তি এবং অভিনয়ে জমজমাট নাটকটি সমবেত দর্শক মন্ডলীর প্রশংসা লাভ করে।
দ্বিতীয় নাটক প্রতিধ্বনি প্রযোজিত নতুন নাটক ‘বই’। অলিক সাহা ও অর্ক সেন নির্দেশিত সংস্থার নবীন সদস্য’গণের অভিনয়ে সমৃদ্ধ নাটকটির সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। এদিনের শেষ নাটক বেলঘড়িয়া রম্বস প্রযোজিত এবং অঞ্জন বিশ্বাস নির্দেশিত নিরূপ মিত্রের সারা জাগানো নাটক ‘আঁততায়ী’।
এ দিনের নিম্নচাপের ভারী বর্ষণকে উপেক্ষা করে বহু নাট্যপ্রিয় দর্শক সাধারনের উপস্থিতিতে প্রতিধ্বনির অন্তরঙ্গ নাট্য উৎসব সার্থক হয়ে ওঠে।