ঠাকুরনগর প্রতিধ্বনির বিশ্ব নৃত্য দিবস উদযাপন
নীরেশ ভৌমিক : বিগত বছরের মত এবারও ২৯ এপ্রিল মহা সমারোহে বিশ্ব নৃত্য দিবস পালন করে সংস্কৃতিক নগর ঠাকুরনগরের অন্যতম সাংস্কৃতিক সংগঠন প্রতিধ্বনি সাংস্কৃতিক সংস্থা।
এদিন সন্ধ্যায় সংস্থার মহড়া কক্ষে বিশিষ্ট নৃত্যশিল্পী সমন্বিতা বিশ্বাসের মনোজ্ঞ নৃত্যানুষ্ঠানের মধ্য দিয়ে নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সূচনা হয়। সংস্কৃতি প্রেমী শিক্ষিকা কেয়া বিশ্বাস দিনটির তাৎপর্য তুলে ধরে আয়োজিত অনুষ্ঠানের সূচনা করেন।
অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও সাংবাদিক পাঁচুগোপাল হাজরা, প্রবীণ শিক্ষক ও সাংবাদিক নীরেশ চন্দ্র ভৌমিক এবং সংস্কৃতিপ্রেমী শিক্ষক সুশান্ত বিশ্বাস ও রঞ্জিত মন্ডল প্রমূখ। সঞ্চালিকা শ্রীমতি বিশ্বাস সকলকে স্বাগত জানান।
সেইসঙ্গে নৃত্যের ডালি নিয়ে দিনটিকে স্বাগত জানায় সংস্থার নৃত্যশিল্পী’গণ।বিশ্ব নৃত্য দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সংস্থার ছোট-বড় নৃত্যশিল্পী’গণ একক ও সমবেত নৃত্যানুষ্ঠানে অংশগ্রহণ করেন।
রবীন্দ্র নৃত্য ছাড়াও পরিবেশিত লোক নৃত্য এবং আদিবাসী নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক মন্ডলীকে মুগ্ধ করে। সংস্থার নৃত্য শিক্ষিকা মাম্পি দাসের পরিচালনায় নৃত্য দিবস উপলক্ষে এদিনের আয়োজিত সমগ্র অনুষ্ঠান বেশ মনোগ্রাহী হয়ে ওঠে।