ঠাকুরনগর বইমেলার মঞ্চে প্রশংসিত পরশ এর মূকাভিনয়
নীরেশ ভৌমিক : গত ২৪ ডিসেম্বর বইমেলার শেষ দিনে অনুষ্ঠান করল ঠাকুরনগরের পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন এর মূকাভিনয় শিল্পীগণ।
এদিন মধ্যাহ্নে কবি সম্মেলন ও সন্ধ্যায় পুরস্কার বিতরণ শেষে বইমেলার সুবিশাল মঞ্চে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সংগীত ও নৃত্যানুষ্ঠান শেষে পরশ সংস্থার ছোট বড় সদস্যগণ সুসজ্জিত মঞ্চে পরিবেশন করেন মাইম মূকাভিনয়ের অনুষ্ঠান।
সংস্থার কর্ণধার বিশিষ্ট মূকাভিনেতা শাশ্বত বিশ্বাস এর নির্দেশনায় সংস্থার সদস্যগণ এদিন ‘ভালোবাসাই সব’ শীর্ষক নাটকটি মঞ্চস্থ করে। সংস্থার ছোট-বড় শিল্পীগণ পরিবেশিত নাটকটি সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে।
সংস্থার প্রাণপুরুষ শাশ্বত বাবু জানান, আগামী ২৫ জানুয়ারি নহাটা হাইস্কুল কর্তৃপক্ষের আমন্ত্রণে তাদের বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসবের মঞ্চে তারা মাইম-মূকাভিনয় পরিবেশন করবেন।