উৎসবজেলার খবরবিনোদন

ঠাকুরনগর মাইম একাডেমীর সাংস্কৃতিক কর্মশালা ও উৎসব

নীরেশ ভৌমিক : ঠাকুরনগর মাইম একাডেমী অফ কালচার সপ্তাহব্যাপী সাংস্কৃতিক কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংস্থার সভাপতি প্রাক্তন সাংসদ ডঃ অসীম বালা। কর্মশালা শেষে ১৫ মার্চ সন্ধ্যায় সংস্থার সুসজ্জিত জানকি মঞ্চে বিশিষ্ট সংগীত শিল্পী ঝর্না মন্ডলের কন্ঠে

উদ্বোধনী সংগীত পরিবেশনের মধ্য দিয়ে মঙ্গলদ্বীপ প্রোজ্জ্বলন করেন ঠাকুরনগর ঠাকুরবাড়ি গৃহবধূ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের সহধর্মিনী সোমা ঠাকুর। উৎসবের শুরুতে এদিন গৌড়ীয় নৃত্যানুষ্ঠান শেষে ছিল আয়োজক সংস্থা পরিবেশিত মূকাভিনয় ‘সুন্দরবন ম্যান’।

ছিল বাপ্পা সাধুর আকর্ষণীয় ম্যাজিক শো। সবশেষে গোবরডাঙ্গা রবীন্দ্র নাট্য সংস্থা মঞ্চস্থ করে নাটক ‘কংস বধ পালা’। দ্বিতীয় দিন মধ্যাহ্নে ‘থিয়েটার ও মাইম’ শীর্ষক সেমিনার শেষে পরিবেশিত হয় নাটক ‘মরন যাত্রা’। খড়দা থিয়েটার জন মঞ্চস্থ করে মঞ্চ সফল নাটক ‘বলি’।

ছিল স্থানীয় সন্ধ্যা কুমুদ কালচারাল একাডেমীর শিল্পীদের সংগীতানুষ্ঠান। সবশেষে মূকাভিনয় পরিবেশন করে কোচবিহার ছায়ানীড় ও ঠাকুরনগর থিয়েট্রিক্স এর বিশিষ্ট মূকাভিনেতা জগদীশ ঘরামী।

১৭ মার্চ উৎসবের শেষ দিন সেমিনার শেষে কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষনার্থী’গনকে শংসাপত্র প্রদান করা হয়। সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী ঝর্না মন্ডল। চাঁদপাড়া একটো সংস্থা পরিবেশন করে মনোজ মিত্র বিরোচিত নাটক ‘পাকে বিপাকে’।

সবশেষে পরিবেশিত হয় আসাম থেকে আগত থার্ড থিয়েটার এর আকর্ষণীয় মূকাভিনয়। সবকিছু মিলিয়ে নানা অনুষ্ঠানে ঠাকুরনগর মাইম একাডেমীর ২১ তম বর্ষে বাৎসরিক অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *