আপোসহীন অনলাইন সংবাদ মাধ্যম, আপনার এলাকার টাটকা সংবাদ পরিবেশনে সর্বদা দায়বদ্ধ।

জেলার খবরবিনোদন

ঠাকুরনগরে অনুরঞ্জন এর নাট্যোৎসব

নীরেশ ভৌমিক : ঠাকুরনগরের কবি বিনয় মজুমদার স্মৃতি মঞ্চে গত ২৩ ও ২৪ সেপ্টেম্বর সাড়ম্বরে অনুষ্ঠিত হয় অনুরঞ্জন আয়োজিত নবম বার্ষিক ঠাকুরনগর নাট্যোৎসব। পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহায়তায় আয়োজিত নাট্যোৎসবে মোট ৬ খানি নাটক মঞ্চস্থ হয়।

এছাড়াও ছিল নাট্য আলোচনা সভা। গত ২৩ সেপ্টেম্বর সন্ধ্যায় দু’দিন ব্যাপী আয়োজিত নাট্যোৎসবের সূচনায় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় শিমুলপুর গ্রাম পঞ্চায়েত প্রধান নিভারানি ঘোষ, উপ-প্রধান রমণ দে, সাংবাদিক পাঁচুগোপাল হাজরা।

সংস্থার সভাপতি মৃণাল কান্তি বিশ্বাস ও অন্যতম কর্ণধার মিন্টু মজুমদার উপস্থিত সকলকে স্বাগত জানান। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনায় প্রবীণ নাট্যাভিনেতা তপন দত্তের মুন্সিয়ানা প্রশংসার দাবি রাখে।

উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের ভাষণে সুস্থ-সংস্কৃতি ও নাট্যচর্চার প্রসারে অনুরঞ্জন তথা নাট্য পরিচালক মিন্টু মজুমদারের ভূমিকার প্রশংসার করেন। এদিন শুরুতেই কত্থক পারফর্মিং রেপার্টয়‍্যার মঞ্চস্থ করে মুন্সি প্রেমচন্দ্রের কাহিনী অবলম্বনে নাটক ‘মুক্তির জন্য’।

এদিনের দ্বিতীয় নাটক গোবরডাঙ্গা মৃদঙ্গম প্রযোজিত ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব বরুনকর নির্দেশিত মঞ্চ সফল নাটক ‘এ পলিটিক্যাল ড্রিম’। এদিনের শেষ নাটক গোবরডাঙ্গা চিরন্তন প্রযোজিত শিশু কিশোরদের অভিনয়ে সমৃদ্ধ নাটক ‘বিভেদ নাই’।

দ্বিতীয় দিন শুরুতে ছাত্র জীবনে থিয়েটার শীর্ষক নাট্য আলোচনা অংশগ্রহণ করেন নাট্য ব্যক্তিত্ব আশীষ চট্টোপাধ্যায়, ভর্গনাথ ভট্টাচার্য এবং সাংবাদিক অলক বিশ্বাস। এদিনের নাট্যোৎসবে প্রথম নাটক আয়োজক সংস্থা অনুরঞ্জন প্রযোজিত সকলের ভালোলাগার নাটক ‘সেই জোকার এই সার্কাস’, দ্বিতীয় নাটক নিউ ব্যারাকপুর অগ্নিশ প্রযোজিত বাস্তবধর্মী নাটক ‘কল্প ভূমের গল্প’।

এদিনের শেষ অনুষ্ঠান স্থানীয় পরশ সোশ্যাল এন্ড কালচারাল অর্গানাইজেশন পরিবেশিত মূকাভিনয় নাটক ‘জামাই বরণ’। মজার এই মূকাভিনয় নাটকটি সমবেত দর্শক সাধারনের প্রশংসা লাভ করে। ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রকের আর্থিক সহায়তায় ঠাকুরনগর অনুরঞ্জন আয়োজিত ১ম পর্বের নাট্যোৎসব ২০২৩ সার্থক হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *