জেলার খবর

ঠাকুরনগরে গ্রান্ড জেমস পাবলিক স্কুলের বার্ষিক উৎসবে নানা অনুষ্ঠান

পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিকের রিপোর্ট : চাঁদপাড়া, ঠাকুরনগরের গ্রান্ড জেমস পাবলিক স্কুলের বার্ষিক উৎসব ২০২৩ সাড়ম্বরে অনুষ্ঠিত হয় গত ১৪ এপ্রিল। ঠাকুরনগর স্টেশন পার্শ্বস্থ খেলার মাঠের সুসজ্জিত মঞ্চে আয়োজিত বার্ষিক উৎসবের উদ্বোধন

অনুষ্ঠানে বিশিষ্টজনদের মধ্যে ছিলেন, গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস, সহ-সভাপতি ইলা বাগচি, স্থানীয় শিমুলপুর গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান পপি দেব, জাতীয় পুরস্কার প্রাপ্ত শিক্ষক ডঃ নিরঞ্জন বন্দ্যোপাধ্যায় ও ঠাকুরনগরের আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের প্রাক্তন টিচার ইনচার্জ গোবিন্দ চন্দ্র ঘটক প্রমূখ।

শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি কৃষ্ণপদ ঘোষ ও টিচার ইনচার্জ কস্তুরী সেনগুপ্ত উপস্থিত সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন। বিশিষ্ট ব্যক্তিবর্গ তাদের বক্তব্যে ইংরেজি মাধ্যম এই গ্র্যান্ড জেমস

স্কুলের পঠন-পাঠন, শৃঙ্খলা এবং সেইসঙ্গে আয়োজিত এই বার্ষিক উৎসবের প্রশংসা করে বক্তব্য রাখেন এবং এই শিক্ষা প্রতিষ্ঠানের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শেষে মঞ্চ থেকে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের কর্তৃপক্ষ। পরিশেষে বিদ্যালয়ের সুবিশাল আলোকোজ্জ্বল মঞ্চে বিভিন্ন শ্রেণীর পড়ুয়াগন

পরিবেশিত সংগীত, আবৃত্তি ও নৃত্যের অনুষ্ঠান সমবেত দর্শক ও শ্রোতৃমন্ডলীর মনোরঞ্জন করে। এদিনের প্রচণ্ড দাবদাহাকে উপেক্ষা করে শিক্ষা ও সংস্কৃতিপ্রেমী বহু মানুষ অনুষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত হন।

অগণিত অভিভাবক’গনের উপস্থিতি ও শিক্ষার্থী’গণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এবং ইংরেজি ছাড়াও হিন্দি ও বাংলা ভাষায় পরিবেশিত নানা অনুষ্ঠানে গ্র্যান্ড জেমস স্কুলের বার্ষিক উৎসব-২০২৩ বেশ আকর্ষণীয় হয়ে ওঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *