ঠাকুরনগরে সন্ধ্যা-কুমুদ এর ভাষা শহীদ স্মরণ
নীরেশ ভৌমিক: একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যদা সহকারে উদযাপন করে ঠাকুরনগরের সন্ধ্যাকুমুদ কালচারাল একাডেমীর সদস্য-সদস্যগণ। এদিন একাডেমী অঙ্গনে নির্মিত শহীদ বেদীতে ফুল-মালা অর্পণ করে বাংলাদেশের ঢাকায় ১৯৫২ সালে মাতৃভাষা বাংলা স্বাধিকার রক্ষার আন্দোলনে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত সকলে।
প্রতিষ্ঠানের শিক্ষক পার্থ ঘোষের পরিচালনায় সংস্থা শিক্ষার্থী’গণ সংগীত, নৃত্য, আবৃত্তি পরিবেশন করে। পার্থবাবু ভাষা আন্দোলনের নিহত শহীদদের স্মরণ করে দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন। সদস্যরা কথায়-কবিতায় সংগীত ও নৃত্যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। নানা অনুষ্ঠানের সন্ধ্যা কুমুদ সংস্থার ভাষা শহীদ স্মরণ অনুষ্ঠান সার্থক হয়ে ওঠে।