ঢাকুরিয়া সবুজ সংঘের প্রতিষ্ঠা দিবসে নানা অনুষ্ঠান

নীরেশ ভৌমিক : গত ১২ জানুয়ারি যুগনায়ক স্বামী বিবেকানন্দের ১৬৪ তম জন্মদিনে চাঁদপাড়ার ঢাকুরিয়া সবুজ সংঘের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস পালন করে ক্লাব সদস্যগণ।

এদিন সকালে ক্লাব অঙ্গনে পতাকা উত্তোলন ও সন্ধ্যায় অন্ধ গায়ক প্রতীক সরকারের গাওয়া মনমুগ্ধকর সংগীতের মধ্য দিয়ে আয়োজিত নানা অনুষ্ঠানের সূচনা হয়।

ক্লাবের প্রতিষ্ঠাকালের সদস্য বর্ষিয়ান অমর বিশ্বাস ও জয়দেব মজুমদার আলো ও তুবড়ির রোশনাই এর মধ্য দিয়ে কেক কাটেন। উদাত্ত কণ্ঠে জন্মদিনের গান গেয়ে শোনান ক্লাব সম্পাদক কমল সরকার।

উদ্যোক্তারা এদিন ক্লাবের প্রাক্তন সদস্যদের ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন। অভিভূত প্রবীন সদস্য পঙ্কজ মণ্ডল সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন।ক্লাবের পক্ষ থেকে এদিন পাড়ার বাসিন্দা এবারের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থী

৪ জন পড়ুয়াকে শিক্ষা সামগ্রী প্রদানে শুভেচ্ছা জানানো হয়। সেই সঙ্গে পড়ুয়াদের পিতা মাতাকেও পুষ্পস্তবকে বিশেষ সংবর্ধনা জ্ঞাপন করা হয়। ক্লাব কর্তৃপক্ষের এই মহতী কর্মসূচীতে উপস্থিত সকলে স্বাগত জানান।

ক্লাবের জন্মদিন উপলক্ষে আয়োজিত মিলন উৎসব উপলক্ষে সদস্যগণ সপরিবারে নৈশ ভোজনে মিলিত হন। নানা অনুষ্ঠান ও নানা কর্মসূচীতে সবুজ সংঘের ৫৮ তম প্রতিষ্ঠা দিবস উদযাপন অনুষ্ঠান বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।










