তাইকন্ডে বাগদার এটিএস একাডেমীর অসামান্য সাফল্য
পারফেক্ট টাইম ওয়েব ডেস্ক : পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার জেলাতে টেনথ্ কেগি এন্ড সিক্সথ্ পমিস্ আয়োজিত এক ডিসট্রিক তাই-কন্ডো চাম্পিয়নশীপ-২০২৪ অনুষ্ঠিত হল উত্তর ২৪ পরগণার ইছাপুর পার্ক পূজা মন্ডপ, পার্ক এস্টেট, ইছাপুর, রেলস্টেশনের নিকট। গত ২১শে জুলাই রবিবার এই প্রতিযোগিতায় সমগ্র জেলা থেকে অংশগ্রহণ করে হেলেঞ্চা এ.টি.এস অ্যাকাডেমী, বেলঘোরিয়ার বেঙ্গল তাই-কন্ডো এ্যাকাডেমি, নিউ টাউনের মার্শাল আর্টস, মধ্যমগ্রামের অর্কিড দ্যা ইন্টারন্যাশনাল স্কুল,
হেলেঞ্চা ড.বি.আর.আম্বেদকর শতবার্ষিকী মহাবিদ্যালয়, হালি শহরের অ্যামেচার তাই-কান্ডো এ্যাসোসিয়েসন, পলতা পার্ক তাই-কন্ডো একাডেমি, অরিদাহ তাই-কন্ডো জোন, বেলঘরিয়ার এ্যাকাডেমি অফ তাই-কন্ডো, অশোক নগর তাই-কন্ডো অ্যাকাডেমির মত বিভিন্ন সংস্থার ২৭০ জন প্রতিযোগী। উল্লেখ্য, উক্ত প্রতিযোগিতায় হেলেঞ্চা এ.টি.এস অ্যাকাডেমী থেকে মোট ৩২ জন প্রতিযোগী অংশ নেয় তার মধ্যে ৩১ জন প্রতিযোগী সোনা, রূপা ও ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩১ টি মেডেল ছিনিয়ে আনতে সক্ষম হয়। যার মধ্যে রয়েছে সোনা ১৫টা, রূপা ৫টা ও ব্রোঞ্জ ১১টা।
হেলেঞ্চা এ.টি.এস অ্যাকাডেমীর পক্ষে পুরস্কার বিজয়ীদের নাম যথাক্রমে, আয়ুস বিশ্বাস, আনিফ ইসলাম বিশ্বাস, জনিফ ইসলাম বিশ্বাস, হিয়া বিশ্বাস, আরসিয়া সর্দার, দিপাঞ্জন মণ্ডল, শ্রেষ্ঠা বিশ্বাস, শিবম ঋষি, শ্রীহান মন্ডল, ববিতা বালা, কনিষ্ঠা বিশ্বাস, শ্রেয়া ঋষি, সোহানী বিশ্বাস, প্রিয়া বিশ্বাস, সায়ন্তিকা মজুমদার, রিতি বণিক, দীপায়ন সিনহা, কৃষানু বাইন, সুমি বিশ্বাস, অংশুমান বিশ্বাস, মৃগঙ্কা বিশ্বাস, রাজদ্বীপ হালদার, রূপালী বিশ্বাস, মাসমা তরফদার, অনুষ্কা চৌধরী, হিয়া পাল, সৌলিনা ঘোষ, প্রিয়াঙ্কা মন্ডল, জৈয়প্রিয়া গিরি, অনুপ প্রামানিক ও কনিষ্ঠা বিশ্বাস।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন পলতা পার্ক তাই-কন্ডো এ্যাকাডেমির কলেজর প্রশান্ত বিশ্বাস। সর্ব্বাঙ্গীন সহযোগিতায় ছিলেন, উঃ ২৪ পরগনা জেলা তাই-কন্ডো এসোসিয়েশনের সেক্রেটারী গৌতম চৌধরী।
উক্ত প্রতিযোগিতাটি যে সকল বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমৃদ্ধ হয়, তাদের মধ্যে উল্লেখযোগ্য, যন্ত্র মহিলা কল্যাণ সমিতি ইছাপুর ব্রাঞ্চের অধ্যক্ষ শ্রীমতি গীতা সিং, বিশিষ্ট ক্রীড়াবিদ তথা কোচ দেবিন্দু সিনহা, আশীষ বিশ্বাস, সিব্লাল ওরাও, জহিরুল ইসলাম বিশ্বাস প্রমূখ।