থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গার উদ্যোগে অনুষ্ঠিত হলো ছোট্ট শিশুদের পুজোর পোশাক প্রদান অনুষ্ঠান
নীরেশ ভৌমিক : থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা, ওরফে ট্যাগ এর উদ্যোগে অনুষ্ঠিত হলো ছোট্ট শিশুদের পুজোর পোশাক প্রদান অনুষ্ঠান। ৯ অক্টোবর বৃহত্তর গোবরডাঙ্গার বন্যা কবলিত এলাকার শিশুদের পুজোর পোশাক শিক্ষা সামগ্রী এবং সামান্য শুখনো খাবার তুলে দেওয়া হয় ছোট্ট শিশুদের হাতে।
গত একমাস ধরে ট্যাগের সদস্যবৃন্দ বিভিন্ন জায়গায় মানুষের কাছ থেকে অর্থ ও দান সামগ্রী সংগ্রহ করে মহাষষ্ঠীর বিকেলে গোবরডাঙ্গার বেলেনী অঞ্চলের শিশুদের পোশাক বিতরণ করে ।
আগামী ১৬ই অক্টোবর আরো কিছু অঞ্চলের শিশুদের পোশাক প্রদান করা হবে বলে জানান নাট্য দলের সদস্যরা, তাঁরা বলেন “থিয়েটার অ্যাসোসিয়েশন অফ গোবরডাঙ্গা, দীর্ঘদিন ধরেই সামাজিক কল্যাণ মূলক কাজ করে চলেছে, বন্যা দুর্গত শিশুদের পাশে দাঁড়াতে পেরে ভালো লাগছে।”
এদিন গোবরডাঙ্গা রঙ্গ ভূমির পক্ষে উপস্থিত ছিলেন বিধানচন্দ্র হালদার, উদীচীর পক্ষে উপস্থিত ছিলেন জয়দীপ বিশ্বাস রবীন্দ্র নাট্য সংস্থার পক্ষে বিশ্বনাথ ভট্টাচার্য, গোবরডাঙ্গা থিয়েটার রেপার্টরির পক্ষে উপস্থিত ছিলেন বাপ্পা দে, গোবরডাঙ্গা, রূপান্তরের পক্ষে উপস্থিত ছিলেন সৌম্য হরি, এছাড়াও উপস্থিত ছিলেন, রূপ সজ্জা শিল্পী সুরজিৎ পাল।