দক্ষিণ ২৪ পরগনার জীবনতলায় ইফকোর কৃষকসভা
নীরেশ ভৌমিক : ইফাকোর উদ্যোগে গত ২৯শে নভেম্বর অপরাহ্ণে দক্ষিণ ২৪ পরগনা জেলার কার্নিং-২ ব্লকের জীবনতলায় এক কৃষক সভা অনুষ্ঠিত হয়। স্বাধীন ভারতের প্রাচীন সার প্রস্তুত-কারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার সমবায় লিঃ এর জেলার ফিল্ড ম্যানেজার রীতেশ ঝা এর আহ্বানে এদিন জীবনতলার এলেকার অর্ধশতাধিক কৃষিজীবী মানুষ উক্ত কৃষি বিষয়ক আলোচনা সভায় যোগদান করেন।
সভায় সমবেত কৃষকদের সামনে ইফাকোর জেলার ক্ষেত্র প্রবন্ধক এবং বিশিষ্ট সার ও কীটনাশক বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা ইফাকোর যুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো ডিএপি (তরল) সাবের গুণাগুন এবং জমি ও ফসলের একান্ত প্রয়োজনীয় ন্যানো ডিএপি তরল সারের গুণমান এবং জমিতে এই সার ব্যবহারের পদ্ধতি বিশদে তুলে ধরেন।
সেই সঙ্গে ইফাকোর সাগরিকা সার এবং বায়ো-ফার্টিলাইজার, প্রাকৃতিক ইত্যাদি সার ও কীটনাশকের প্রয়োজনীয়তা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত ভাবে সমবেত কৃষকগনকে জানান মিঃ ঝা। এদিনের এই কৃষি বিষয়ক আলোচনা চক্রে উপস্থিত কৃষকগনের মধ্যে বেশ উৎসাহ ও আগ্রহ পরিলক্ষিত হয়।