দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে ইফকোর কৃষক সভা

নীরেশ ভৌমিক : রাজ্যের দক্ষিণ ২৪ পরগনা জেলার বিষ্ণুপুর-2 ব্লকে দেশের বৃহত্তম সার প্রস্তুতকারী সংস্থা ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার লিঃ এর উদ্যোগে বিষ্ণুপুর প্রান্তিক কৃষি উন্নতি ফার্মার্স প্রডিউসার কোম্পনি লিঃ-এর ব্যবস্থাপনায় এক কৃষক সভ সভা অনুষ্ঠিত হয়।

সভায় এলাকার ৫৫জন কৃষিজীবী মানুষ উপস্থিত হন। অনুষ্ঠিত কৃষি আলোচনা চক্রে ইফাকোর জেলা ফিল্ড ম্যানেজার বিশিষ্ট কৃষি ও সার বিশেষজ্ঞ মিঃ রীতেশ ঝা উপস্থিত ছিলেন।

সমবেত কৃষকদের সামনে কৃষি বিশেষজ্ঞ মিঃ ঝা ইফকোর মুগান্তকারী আবিষ্কার ন্যানো ইউরিয়া ও ন্যানো- ডিএপি (তরল) সাবের গুনাগুন এবং জমি ও ফসলে এই সার ব্যবহারের পদ্ধতি বিশদে তুলে ধরেন।

সেই সঙ্গে ইফকোর সাগরিকা, প্রাকৃতিক পটাশ, বায়ো ফার্টিলাইজার এবং সেই সঙ্গে বিভিন্ন ফীটনাশকের প্রয়োজনীয়তা সম্পর্কেও বিস্তারিত ভাবে আলোচনা করেন। এদিনের কৃষক সভায় উপস্থিত কৃষিজীবী মানুষ-জনের মধ্যে সভাকে ঘিরে বেশ উৎসাহ ও আগ্রহ চোখে পড়ে।








