দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হল “শিশু নাট্য কর্মশালা”
পারফেক্ট টাইম নিউজ পোর্টাল থেকে নীরেশ ভৌমিক : চাঁদপাড়া, প্রত্যেক বারের মতো এবারও দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থার উদ্যোগে গত ২৭শে ডিসেম্বর থেকে ৩১ শে ডিসেম্বর শনিবার পর্যন্ত হয়ে গেল তাদের শীতকালীন “শিশু নাট্য কর্মশালা”। এবছর এই কর্মশালাটি অনুষ্ঠিত হল ‘দৃষ্টি’র নিজস্ব শিল্প চর্চা কেন্দ্র ‘শিল্পশালা’য়। স্থানীয় প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন ছোট-ছোট ছেলে মেয়েদের অংশগ্রহণে শুরু হয় এবছরের কর্মশালা এবং এর পরিচালনার দায়িত্বে ছিলেন, গার্গী ভট্টাচার্য্য, ঐশী ভট্টাচার্য্য, সুষ্মিতা দাস, অহনা দাস, প্রবীর কুমার দাস ও জয় বেরা।
এই উদ্যোগে অভিভাবকদের উৎসাহও রয়েছে যথেষ্ট। পশ্চিমবঙ্গের মফস্বল অঞ্চলের নাট্যদল গুলির মধ্যে দত্তপুকুর দৃষ্টি নাট্য সংস্থা যথেষ্ট সুনামের সঙ্গে তাদের নাট্য চর্চা চালিয়ে নিয়ে যাচ্ছে দীর্ঘ ৩২ বছর যাবত। তারই এক নবতম সংযোজন এই শিশু নাট্য কর্মশালা। কর্মশালার শেষ দিন অর্থাৎ ৩১শে ডিসেম্বর বিশিষ্ট নাট্য ব্যক্তিত্বদের উপস্থিতিতে কর্মশালায় অংশগ্রহণ কারী শিশুদের সম্মিলিত অভিনয়ের মাধ্যমে সমাপ্তি ঘটে এবারের এই কর্মশালার। কর্মশালার দিনগুলিতে সকলে উপস্থিত থেকে এই উদ্যোগ কে আরও সফল করে তোলার জন্য সংস্থার কর্ণধার শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য্য সকলের কাছে আবেদন জানিয়েছিলেন বলে জানা গেছে।